#Coronavirus:দেশে মৃত বেড়ে ৬২, আড়াই হাজার ছাড়াল আক্রান্তের সংখ্যা

Last Updated:

এ দিনই অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় ৫৫ বছর বয়সি এক প্রৌঢ়ের মৃত্যু হয়৷ করোনা আক্রান্ত হয়ে এটিই অন্ধ্রে প্রথম মৃত্যু৷

#নয়াদিল্লি: করোনা সংক্রমণের জেরে ভারতে মৃতের সংখ্যা বেড়ে হলো ৬২৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফেই এ দিন এই ঘোষণা করা হয়েছে৷ দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ২৫৪৭৷ তার মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৬২ জন৷ ফলে দেশের মধ্যে এখনও চিকিৎসাধীন রয়েছেন ২৩২২ জন৷
লকডাউনের মধ্যেও প্রায় প্রতিদিনই দেশে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে৷ গত ২৪ ঘণ্টায় ভারতে মোট ৪৭৮ জন আক্রান্ত হয়েছেন৷ স্বাস্থ্যমন্ত্রকের তরফেই জানানো হয়েছে, দিল্লির নিজামুদ্দিনে তবলিঘি জামাতের জমায়েত থেকে সারা দেশে এখনও পর্যন্ত ৬৪৭ জনের শরীরে করোনা সংক্রমণ ছড়িয়েছে৷ দেশের মোট চোদ্দটি রাজ্যে এখনও পর্যন্ত এই আক্রান্তদের খোঁজ মিলেছে৷
এখনও পর্যন্ত আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ, অসম, দিল্লি, হিমাচল প্রদেশ, হরিয়ানা, জম্মু কাশ্মীর, ঝাড়খণ্ড, কর্ণাটক, মহারাষ্ট্র, রাজস্থান, তামিলনাড়ু, তেলেঙ্গানা, উত্তরাখণ্ড এবং উত্তর প্রদেশ মতো রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে তবলিঘি জামাতে অংশগ্রহণকারীদের মাধ্যমে সংক্রমণ ছড়িয়েছে৷
advertisement
advertisement
এ দিনই অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় ৫৫ বছর বয়সি এক প্রৌঢ়ের মৃত্যু হয়৷ করোনা আক্রান্ত হয়ে এটিই অন্ধ্রে প্রথম মৃত্যু৷ ওই রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১৬১৷ জানা গিয়েছে, মৃতের ছেলে দিল্লির তবলিঘি জামাতের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন৷ তাঁর থেকেই ওই প্রৌঢ়ের শরীরে সংক্রমণ ঘটেছিল৷ যার জেরে অসুস্থ হয়ে পড়েন ওই প্রৌঢ়৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
#Coronavirus:দেশে মৃত বেড়ে ৬২, আড়াই হাজার ছাড়াল আক্রান্তের সংখ্যা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement