বিশ্ব থেকে বিচ্ছিন্ন ভারত, সব দেশের জন্যই ভিসা বাতিল
- Published by:Akash Misra
- news18 bangla
Last Updated:
আতঙ্কের নাম করোনা। ভারতে আক্রান্তের সংখ্যা বেড়ে ৭৩। জানাল কেন্দ্রীয় সরকার।
#নয়াদিল্লি: আতঙ্কের নাম করোনা। ভারতে আক্রান্তের সংখ্যা বেড়ে ৭৩। জানাল কেন্দ্রীয় সরকার। করোনা-সতর্কতায় বিশ্ব থেকেই এবার ভারত বিচ্ছিন্ন। পাঁচিল তুলে দিল কেন্দ্রীয় সরকার। আগামী ১৫ এপ্রিল পর্যন্ত সব দেশের ভিসা বাতিল।
ভারতে ছড়াচ্ছে করোনা
বিশ্ব থেকে বিচ্ছিন্ন ভারত
advertisement
সব দেশের জন্যই ভিসা বাতিল
১ মাসের জন্য ভিসা বাতিল
ভারতে ক্রমশ ছড়াচ্ছে করোনা। আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। এ নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে
কূটনৈতিক-সহ কয়েকটি ক্ষেত্র ছাড়া সব দেশের জন্যই ভিসা বাতিল করে দিল ভারত। ১৫ এপ্রিল পর্যন্ত ভিসা বাতিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা সংক্রমণকে মহামারীর চেয়েও ভয়াবহ বা প্যানডেমিক ঘোষণার পরেই কেন্দ্রের এই সিদ্ধান্ত।
advertisement
ভিসা বাতিলের পাশাপাশি বেশ কিছু দেশের ক্ষেত্রে কোয়ারান্টাইন বাধ্যতামূলক করা হয়েছে। আগে শুধুমাত্র সন্দেহ হলে তবেই আলাদা করে রাখা হচ্ছিল। নয়া নির্দেশিকায় কোয়ারান্টাইন বাধ্যতামূলক। দেশবাসীর কাছেও কেন্দ্রের আবেদন, তেমন প্রয়োজন ছাড়া বিদেশে যাবেন না।
১৫ ফেব্রুয়ারির পর চিন, ইতালি, ইরান, কোরিয়া, ফ্রান্স, স্পেন, জার্মানি গেলে অন্তত ১৪ দিন কোয়ারান্টাইনে থাকতে হবে। ইতালিতে মেডিকেল টিম পাঠানো হচ্ছে। যে ভারতীয়রা করোনায় আক্রান্ত নন, তাঁরা দেশে ফেরার সুযোগ পাবেন। দেশে ফিরে বাধ্যতামূলক কোয়ারান্টাইনে থাকতে হবে। ভারতীয় নাগরিকদের বিদেশে যেতে নিষেধ করা হচ্ছে। যদি কেউ যান, ফেরার পর তাঁকে কোয়ারান্টাইনে থাকতে হবে।
advertisement
বিমানবন্দরের পাশাপাশি এবার স্থলবন্দরেও নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েচে কেন্দ্র। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর এ দিন পের আরজি জানান, করোনা নিয়ে সতর্ক থাকুন। তবে গুজবে কান দেবেন না। করোনা আতঙ্কে কাঁপছে ক্রীড়াজগৎও।
করোনায় আক্রান্ত ইরানে ৬ হাজার ভারতীয় আটকে। তাঁদের দ্রুত দেশে ফেরাতে তৎপর সরকার। দেশের বিভিন্ন রাজ্যেই করোনা-আতঙ্ক
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 12, 2020 11:22 PM IST