#নয়াদিল্লি: করোনা ভাইরাস আতঙ্কে কাঁপছে গোটা দেশ ৷ স্তন্যপায়ী ও পাখিদের মধ্যে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে ৷ চিনের সীমা ছাড়িয়ে সারা বিশ্বে চোখ রাঙাতে শুরু করেছে এই ভাইরাস ৷ ভারতের বিভিন্ন প্রান্তে জারি করা হয়েছে অ্যালার্ট ৷ করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য বিভিন্ন মানুষ বিভিন্ন উপায় বেছেছেন ৷ অনেকেই মাস্ক পড়ে রাস্তায় বেরোচ্ছেন ৷ কিন্তু এই মাস্ক কি কোনওভাবে বাঁচাতে পারছে এই প্রাণঘাতী রোগের আক্রমণ থেকে ৷ কী করে সুরক্ষিত রাখবেন ?
বেড়েছে মাস্কের বিক্রি
করোনা ভাইরাস এশিয়ার বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ার পর ভীষণভাবে বেড়েছে মাস্কের বিক্রি ৷ এই ভাইরাস হাওয়ার ধূলিকণা দিয়ে একস্থান থেকে অন্যস্থানে চলে যায় ৷ পাশাপাশি যে জায়গাগুলি একসঙ্গে বহুজনের সমাগম হয় মানে মল-মাল্টিপ্লেক্স জাতীয় জায়গায় ছড়িয়ে পরার সম্ভবনা থাকে ৷
আরও পড়ুন - ‘‘আমার স্ত্রী একটু মোটা, আমাদের যৌন মিলন দীর্ঘস্থায়ী হচ্ছে না ’’- কী করব ?
তবে সব মাস্ক মোটেই সুরক্ষিত নয়
যেকোনও ধরণের মাস্ক মুখ ও নাক কভার করে বেঁধে নিলেই হবে না ৷ মাস্কের বিশেষ ডিজাইন হলেই তবেই মিলবে রোগ থেকে মুক্তি ৷ এন ৯৫ মাস্ক না পরলে কোনও লাভ নেই ৷ WHO -র যে কর্মীরা যে ধরণের মাস্ক পড়ে কাজ করছেন সেটাই একমাত্র প্রতিষেধক হতে পারে ৷
ভিড়ে ভরা জায়গায় না যাওয়ায় ভালো
এই সময় প্রয়োজন ছাড়া ভিড়ে ভরা জায়গায় না যাওয়াই ভালো ৷ আর হাত স্যানেটাইজার দিয়ে পরিষ্কার করে তবেই খাওয়াদাওয়া করা উচিত ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Corona Virus, Mask, করোনা ভাইরাস, মাস্ক