Corona Update: করোনার নয়া ভ্যারিয়েন্ট কি আরও ভয়ঙ্কর? কীভাবে দূরে রাখবেন? আসল সত্য জানাল কেন্দ্র
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৬০০-রও বেশি। কীভাবে বাঁচবেন করোনার এই নতুন উপপ্রজাতির থাবা থেকে?
নয়াদিল্লি: ফের আতঙ্ক বাড়ছে করোনার। করোনার নয়া উপপ্রজাতি JN.1-এর হঠাৎই বাড়তে শুরু করেছে দেশে। নতুন করে করোনায় আক্রান্ত হতে শুরু করেছে দেশবাসী। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৬০০-রও বেশি। কীভাবে বাঁচবেন করোনার এই নতুন উপপ্রজাতির থাবা থেকে? এই সময় ঠিক কী করণীয়?
ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর প্রাক্তন ডিজি ড: সৌম্যা স্বামীনাথন দিলেন বিশেষ পরামর্শ। তিনি নির্দেশ দিলেন এই সময় আবার ফিরে পুরনো কিছু নিয়মে। তবে আতঙ্কিত না হতেও পরামর্শ দিলেন ড: সৌম্যা স্বামীনাথন।
advertisement
advertisement
#WATCH | On JN.1 COVID variant, Dr Soumya Swaminathan, Former DG, Indian Council of Medical Research (ICMR) says, “We need to be cautious, but we don’t need to worry because we don’t have any data to suggest that this variant JN.1 is more severe or it’s going to cause more… pic.twitter.com/HRcpgUjCWj
— ANI (@ANI) December 21, 2023
advertisement
ড: স্বামীনাথন এদিন বলেন, ‘‘আমাদের সতর্ক থাকতে হবে। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই, কারণ এই উপপ্রজাতি JN.1 আগের ভ্যারিয়ান্ট বেশি শক্তিশালী এমন কোনও তথ্য এখনও আমাদের হাতে আসেনি। এর থেকে নিউমোনিয়া আরও বাড়বে। সুতরাং কিছু সাধারণ সতর্কতার নিয়মগুলি মেনে চললেই হবে।’’
পুরনো নিয়মগুলি ফের একবার মনে করিয়ে দিয়ে ড: সৌম্যা স্বামীনাথন জানালেন,‘‘আমরা সবাই এখন ওমিক্রনের সঙ্গে পরিচিত। এই ভ্যারিয়েন্টটিও ওই একই পরিবারের। খুব বেশি বদল নেই। কিন্তু ১ কিংবা ২ টি নতুন তৈরি হয়ছে। তাই হু এর উপর নজর রাখছে। এই ভ্যারিয়েন্ট নিয়ে অতিরিক্তি ভয় পাওয়ার মতো কিছুই নেই।’’
Location :
Kolkata,West Bengal
First Published :
December 21, 2023 9:37 PM IST