আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে করোনার দ্বিতীয় ঢেউ, ৫ রাজ্য রেকর্ড সংখ্যক কোভিড আক্রান্ত

Last Updated:

পশ্চিমবঙ্গেও করোনা পরিস্থিতি বেশ চিন্তাজনক পর্যায়ে পৌঁছে গিয়েছে ৷ ২৪ ঘণ্টায় করোনার আক্রান্তের সংখ্যা ছিল ৪৮১৭ ৷ কলকাতায় একদিনে আক্রান্ত ১২৭১ ৷

#নয়াদিল্লি: প্রথম পর্যায়ের থেকে দেশে করোনার দ্বিতীয় ঢেউ আরও ভয়ঙ্কর রূপ নিয়েছে ৷ এখনও পর্যন্ত দেশের কিছু রাজ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, কিন্তু আবার বেশ কিছু রাজ্যে বেলাগাম হয়ে গিয়েছে করোনা পরিস্থিতি ৷ এর জেরে স্বাভাবিক ভাবেই গোটা দেশে ফের একবার আতঙ্কের পরিস্থিতি সৃষ্টি হয়েছে ৷ মঙ্গলবার দেশের ৫ রাজ্যে রেকর্ড সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন ৷ এই রাজ্যগুলির মধ্যে সামিল রয়েছে উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ ৷
উত্তরপ্রদেশে মঙ্গলবার করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার জন ৷ রিপোর্ট অনুযায়ী, রাজ্যে ৮৫ জনের মৃত্যু হয়েছে ৷ এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৭ লক্ষ পেরিয়ে গিয়েছে ৷ মৃত্যু হয়েছে মোট ৯৩০৯ জনের ৷ মঙ্গলবার লখনউতে আক্রান্তের সংখ্যা ছিল ৫৩৮২ যা গোটা রাজ্যে সবচেয়ে বেশি ৷ এলাহাবাদে ১৮৫৬ কেস সামনে এসেছে, বারাণসীতে ১৪০৪, কানপুরে ১২৭১ ৷
advertisement
গুজরাতে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৬৬৯০ যা এখনও পর্যন্ত একদিনে সবচেয়ে বেশি ৷ রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ৩৬০২০৬ ৷ মোট মৃতের সংখ্যা ৪৭৯২২ ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য রাজ্যের একাধিক জায়গায় নাইট কার্ফু জারি করে দেওয়া হয়েছে ৷
advertisement
মহারাষ্ট্রকে এখনও দেশের মধ্যে কোভিড হটস্পট হয়ে রয়েছে ৷ সোমবার আক্রান্তের সংখ্যা কিছুটা কমলেও মঙ্গলবার ফের ৬০ হাজারের বেশি আক্রান্ত হয়েছে ৷ রাজ্য সরকার ইতিমধ্যেই ১৫ দিনের কার্ফু ঘোষণা করে দিয়েছে ৷ এবারের লকডাউনে আগের বারের থেকে অনেক বেশি ছাড় পাওয়া যাবে ৷
advertisement
মধ্যপ্রদেশেও মঙ্গলবার রেকর্ড সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়েছে ৷ মঙ্গলবার আক্রান্তের সংখ্যা ছিল ৮৯৯৮ ৷ ৪০ জনের মৃত্যু সহ মোট মৃতের সংখ্যা ৪২৬১ হয়ে গিয়েছে ৷ বর্তমানে রাজ্যে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪৩৫৩৯ হয়ে গিয়েছে ৷ দিল্লিতে মঙ্গলবার করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১৩ হাজার ৷ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল নাইট কার্ফুর পাশাপাশি টেস্টিং ও হাসপাতালে টেস্টিং বাড়ানোর মতো পদক্ষেপ নিতে বলেছে ৷
advertisement
পশ্চিমবঙ্গেও করোনা পরিস্থিতি বেশ চিন্তাজনক পর্যায়ে পৌঁছে গিয়েছে ৷ ২৪ ঘণ্টায় করোনার আক্রান্তের সংখ্যা ছিল ৪৮১৭ ৷ কলকাতায় একদিনে আক্রান্ত ১২৭১ ৷ এছাড়া উত্তরাখণ্ড, অন্ধ্রপ্রদেশে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা রেকর্ড ছাড়িয়ে গিয়েছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে করোনার দ্বিতীয় ঢেউ, ৫ রাজ্য রেকর্ড সংখ্যক কোভিড আক্রান্ত
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement