আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে করোনার দ্বিতীয় ঢেউ, ৫ রাজ্য রেকর্ড সংখ্যক কোভিড আক্রান্ত
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
পশ্চিমবঙ্গেও করোনা পরিস্থিতি বেশ চিন্তাজনক পর্যায়ে পৌঁছে গিয়েছে ৷ ২৪ ঘণ্টায় করোনার আক্রান্তের সংখ্যা ছিল ৪৮১৭ ৷ কলকাতায় একদিনে আক্রান্ত ১২৭১ ৷
#নয়াদিল্লি: প্রথম পর্যায়ের থেকে দেশে করোনার দ্বিতীয় ঢেউ আরও ভয়ঙ্কর রূপ নিয়েছে ৷ এখনও পর্যন্ত দেশের কিছু রাজ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, কিন্তু আবার বেশ কিছু রাজ্যে বেলাগাম হয়ে গিয়েছে করোনা পরিস্থিতি ৷ এর জেরে স্বাভাবিক ভাবেই গোটা দেশে ফের একবার আতঙ্কের পরিস্থিতি সৃষ্টি হয়েছে ৷ মঙ্গলবার দেশের ৫ রাজ্যে রেকর্ড সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন ৷ এই রাজ্যগুলির মধ্যে সামিল রয়েছে উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ ৷
উত্তরপ্রদেশে মঙ্গলবার করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার জন ৷ রিপোর্ট অনুযায়ী, রাজ্যে ৮৫ জনের মৃত্যু হয়েছে ৷ এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৭ লক্ষ পেরিয়ে গিয়েছে ৷ মৃত্যু হয়েছে মোট ৯৩০৯ জনের ৷ মঙ্গলবার লখনউতে আক্রান্তের সংখ্যা ছিল ৫৩৮২ যা গোটা রাজ্যে সবচেয়ে বেশি ৷ এলাহাবাদে ১৮৫৬ কেস সামনে এসেছে, বারাণসীতে ১৪০৪, কানপুরে ১২৭১ ৷
advertisement
গুজরাতে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৬৬৯০ যা এখনও পর্যন্ত একদিনে সবচেয়ে বেশি ৷ রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ৩৬০২০৬ ৷ মোট মৃতের সংখ্যা ৪৭৯২২ ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য রাজ্যের একাধিক জায়গায় নাইট কার্ফু জারি করে দেওয়া হয়েছে ৷
advertisement
মহারাষ্ট্রকে এখনও দেশের মধ্যে কোভিড হটস্পট হয়ে রয়েছে ৷ সোমবার আক্রান্তের সংখ্যা কিছুটা কমলেও মঙ্গলবার ফের ৬০ হাজারের বেশি আক্রান্ত হয়েছে ৷ রাজ্য সরকার ইতিমধ্যেই ১৫ দিনের কার্ফু ঘোষণা করে দিয়েছে ৷ এবারের লকডাউনে আগের বারের থেকে অনেক বেশি ছাড় পাওয়া যাবে ৷
advertisement
মধ্যপ্রদেশেও মঙ্গলবার রেকর্ড সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়েছে ৷ মঙ্গলবার আক্রান্তের সংখ্যা ছিল ৮৯৯৮ ৷ ৪০ জনের মৃত্যু সহ মোট মৃতের সংখ্যা ৪২৬১ হয়ে গিয়েছে ৷ বর্তমানে রাজ্যে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪৩৫৩৯ হয়ে গিয়েছে ৷ দিল্লিতে মঙ্গলবার করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১৩ হাজার ৷ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল নাইট কার্ফুর পাশাপাশি টেস্টিং ও হাসপাতালে টেস্টিং বাড়ানোর মতো পদক্ষেপ নিতে বলেছে ৷
advertisement
পশ্চিমবঙ্গেও করোনা পরিস্থিতি বেশ চিন্তাজনক পর্যায়ে পৌঁছে গিয়েছে ৷ ২৪ ঘণ্টায় করোনার আক্রান্তের সংখ্যা ছিল ৪৮১৭ ৷ কলকাতায় একদিনে আক্রান্ত ১২৭১ ৷ এছাড়া উত্তরাখণ্ড, অন্ধ্রপ্রদেশে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা রেকর্ড ছাড়িয়ে গিয়েছে ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 14, 2021 8:03 AM IST