শেষ কুলি জমানা, আসছেন সহায়ক
Last Updated:
শেষ হতে চলেছে কুলি জমানা ৷ আর কুলি নয়। এবার স্টেশনের মালবাহকদের ডাকা হবে সহায়ক নামে। দেওয়া হবে সফট স্কিল ট্রেনিং, গ্রুপ বিমার সুবিধাও। নাম বদল কি দিন বদলাবে সহায়কদের? বাড়াবে তাঁদের নামমাত্র উপার্জন? প্রশ্ন থেকেই যাচ্ছে।
#কলকাতা: শেষ হতে চলেছে কুলি জমানা ৷ আর কুলি নয়। এবার স্টেশনের মালবাহকদের ডাকা হবে সহায়ক নামে। দেওয়া হবে সফট স্কিল ট্রেনিং, গ্রুপ বিমার সুবিধাও। নাম বদল কি দিন বদলাবে সহায়কদের? বাড়াবে তাঁদের নামমাত্র উপার্জন? প্রশ্ন থেকেই যাচ্ছে।
সালটা ১৯৮৩। রূপোলি পর্দায় লাল-পোশাকের অমিতাভকে দেখে উৎসাহে ফেটে পড়েছিলেন দেশের অগুনতি কুলিরা। এরপর পেশার জনপ্রিয়তা বাড়লেও, কুলিদের উপার্জন বাড়েনি। দিনভর অন্যের বোঝা বইলেও, পাননি প্রাপ্য সম্মান। অবহেলার সেই ছবিটা বদলাতেই বৃহস্পতিবার রেলবাজেটে একাধিক ঘোষণা করলেন রেলমন্ত্রী সুরেশ প্রভু।
কুলি নয়, সহায়ক ৷ কুলির পরিবর্তে এবার সহায়ক নামে ডাকা হবে মাল বাহকদের ৷ রেলে কর্মরত মালবাহকদের সফট স্কিল ট্রেনিং দেওয়া হবে ৷ তাদের জন্য চালু হতে চলেছে গ্রুপ বীমা , নতুন ইউনিফর্ম ৷ কিন্তু প্রশ্ন উঠছে, স্কিল ডেভলপমেন্টও বা কতটা সহজ করবে সহায়কদের জীবন।
advertisement
advertisement
সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে রেলমন্ত্রীর এই ঘোষণার পর ছড়িয়ে পড়েছে অমিতাভ বচ্চন অভিনীত ‘কুলি’ সিনেমাটি নিয়ে নানা মজাদার জোক ৷
#AmitabhBachchan is scared to remake #coolie as #sahayak. Urged #prabhu to rollback. #RailBudget2016
— rat_a_too_ee (@NoddyAkhtar) February 25, 2016
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 25, 2016 8:10 PM IST