১৯৪৫ সালেই নেতাজির মৃত্যু? রাহুলের ট্যুইটে বিতর্ক
Last Updated:
#নয়াদিল্লি: নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে ট্যুইটে মোক্ষম ভুল করে বিতর্কের সৃষ্টি করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি৷ ট্যুইটে নেতাজির মৃত্যুদিন উল্ল্যেখ করা হয়েছে৷ লেখা হয়েছে, নেতাজির মৃত্যুদিন ১৮ অগাস্ট, ১৯৪৫৷ নেতাজির জন্মদিনে শ্রদ্ধা জানাতে সকালেই এই ট্যুইটটি করে কংগ্রেস৷ যদিও রাহুলের ট্যুইটকে সমর্থন করেছেন নেতাজির পরিবার৷
কংগ্রেসের সেই ট্যুইট রি-ট্যুইট করেন রাহুল৷ নেতাজির অন্তর্ধান ঘিরে এখনও যেখানে নানা তদন্ত চলছে, সেখানে কংগ্রেস ও তার সভাপতি কী ভাবে ১৯৪৫ সালের ১৮ অগাস্ট নেতাজির মৃত্যু মেনে নিল, তা নিয়েই উঠছে প্রশ্ন৷ অনেকেই কংগ্রেস ও দলের সভাপতির ট্যুইটে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন৷
नेताजी सुभाष चंद्र बोस जी की जयंती पर उन्हें शत् शत् नमन।#netajisubhashchandrabose pic.twitter.com/qCAQNeVUA3
— Rahul Gandhi (@RahulGandhi) January 23, 2019
advertisement
advertisement
১৯৪৫ সালে ১৮ অগাস্ট তাইওয়ানে একটি বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়। কেন্দ্রও সেই দাবিতেই আনুষ্ঠানিক ভাবে শিলমোহর দিয়ে দিয়েছে৷ কিন্তু রাহুল ও কংগ্রেস কেন্দ্রের দাবির বিরোধিতা করেছে এত দিন৷ কিন্তু বুধবার নেতাজির জন্মদিনে কংগ্রেসের ট্যুইট অন্য দাবি করছে৷ তা হলে কংগ্রেসও অফিসিয়ালি মেনে নিল, নেতাজির মৃত্যু ১৯৪৫ সালের ১৮ অগাস্ট বিমান দুর্ঘটনাতেই হয়েছে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 23, 2019 1:32 PM IST