'এখনও কাশ্মীর কেন স্বাভাবিক নয়?' প্রথম দিনেই উত্তপ্ত সংসদ, ওয়াক-আউট শিবসেনার

Last Updated:

বিজেপি সরকারের তীব্র বিরোধিতা শুরু করে শিবসেনাও৷ সংসদে মুলতুবি প্রস্তাব আনে কংগ্রেস, তৃণমূল ও শিবসেনা৷ কাশ্মীরের পরিস্থিতি নিয়ে আলোচনা চেয়ে প্রস্তাব আনে কংগ্রেস৷ মহারাষ্ট্রে অতিবৃষ্টির জেরে ফসলের ক্ষতি নিয়ে আলোচনা চেয়ে প্রস্তাব আনে শিবসেনা৷

#নয়াদিল্লি: শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই কার্যত ঝড় উঠল সংসদে৷ কাশ্মীরের পরিস্থিতি নিয়ে বিজেপি-কে সরকারকে কোণঠাসা করতে একযোগে বিরোধিতায় সরব হলেন বিরোধীরা৷ কংগ্রেস, ন্যাশনাল কনফারেন্স ও ডিএমকে অধিবেশন শুরু হতেই ওয়েলে নেমে হইচই শুরু করে৷ তাঁদের অভিযোগ, ৩৭০ ধারা বিলোপের পর ১০০ দিন কেটে গিয়েছে, এখনও কাশ্মীর অবরুদ্ধ৷ অধিবেশন চলাকালীনই ওয়াক-আউট করে শিবসেনা৷
advertisement
বিজেপি সরকারের তীব্র বিরোধিতা শুরু করে শিবসেনাও৷ সংসদে মুলতুবি প্রস্তাব আনে কংগ্রেস, তৃণমূল ও শিবসেনা৷ কাশ্মীরের পরিস্থিতি নিয়ে আলোচনা চেয়ে প্রস্তাব আনে কংগ্রেস৷ মহারাষ্ট্রে অতিবৃষ্টির জেরে ফসলের ক্ষতি নিয়ে আলোচনা চেয়ে প্রস্তাব আনে শিবসেনা৷ কাশ্মীরে প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাকে রাখার প্রতিবাদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতি চান তৃণমূল সাংসদ সৌগত রায়৷ মহারাষ্ট্রের কৃষক সমস্যা নিয়ে সংসদের বাইরে বিক্ষোভ শুরু করেন শিবসেনা সাংসদরা৷ যদিও লোকসভা স্পিকার ওম বিড়লা মুলতুবি প্রস্তাব খারিজ করে দেন৷
advertisement
advertisement
কাশ্মীর প্রসঙ্গে কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী বলেন, 'কেন বিরোধী নেতাদের কাশ্মীরে যেতে বাধা দেওয়া হচ্ছে? কাশ্মীরের রাজনৈতিক নেতারা নজরবন্দি৷ আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে নেই৷' দফায় দফায় বিরোধীরা কাশ্মীরের পরিস্থিতি নিয়ে স্লোগান তুলতে থাকেন৷
advertisement
অসমের কংগ্রেস সাসংদ গৌরভ গগৈ সংসদের সামনে মহাত্মা গান্ধি মূর্তির সামনে দূষণের মাত্রা বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ দেখান৷ দূষণ নিয়ন্ত্রণে সরকার তত্‍পর, এটা বোঝাতে বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি সাইকেলে ও কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর বৈদ্যুতিন গাড়িতে সংসদে ঢোকেন৷ সাইকেল চালিয়ে সংসদে আসেন বিজেপি সাংসদ মনসুখ মান্ডভিয়াও৷
advertisement
এ দিন অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, 'সংসদে ভালো মানের বিতর্ক হওয়া খুবই প্রয়োজন৷'
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
'এখনও কাশ্মীর কেন স্বাভাবিক নয়?' প্রথম দিনেই উত্তপ্ত সংসদ, ওয়াক-আউট শিবসেনার
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement