'এখনও কাশ্মীর কেন স্বাভাবিক নয়?' প্রথম দিনেই উত্তপ্ত সংসদ, ওয়াক-আউট শিবসেনার

Last Updated:

বিজেপি সরকারের তীব্র বিরোধিতা শুরু করে শিবসেনাও৷ সংসদে মুলতুবি প্রস্তাব আনে কংগ্রেস, তৃণমূল ও শিবসেনা৷ কাশ্মীরের পরিস্থিতি নিয়ে আলোচনা চেয়ে প্রস্তাব আনে কংগ্রেস৷ মহারাষ্ট্রে অতিবৃষ্টির জেরে ফসলের ক্ষতি নিয়ে আলোচনা চেয়ে প্রস্তাব আনে শিবসেনা৷

#নয়াদিল্লি: শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই কার্যত ঝড় উঠল সংসদে৷ কাশ্মীরের পরিস্থিতি নিয়ে বিজেপি-কে সরকারকে কোণঠাসা করতে একযোগে বিরোধিতায় সরব হলেন বিরোধীরা৷ কংগ্রেস, ন্যাশনাল কনফারেন্স ও ডিএমকে অধিবেশন শুরু হতেই ওয়েলে নেমে হইচই শুরু করে৷ তাঁদের অভিযোগ, ৩৭০ ধারা বিলোপের পর ১০০ দিন কেটে গিয়েছে, এখনও কাশ্মীর অবরুদ্ধ৷ অধিবেশন চলাকালীনই ওয়াক-আউট করে শিবসেনা৷
advertisement
বিজেপি সরকারের তীব্র বিরোধিতা শুরু করে শিবসেনাও৷ সংসদে মুলতুবি প্রস্তাব আনে কংগ্রেস, তৃণমূল ও শিবসেনা৷ কাশ্মীরের পরিস্থিতি নিয়ে আলোচনা চেয়ে প্রস্তাব আনে কংগ্রেস৷ মহারাষ্ট্রে অতিবৃষ্টির জেরে ফসলের ক্ষতি নিয়ে আলোচনা চেয়ে প্রস্তাব আনে শিবসেনা৷ কাশ্মীরে প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাকে রাখার প্রতিবাদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতি চান তৃণমূল সাংসদ সৌগত রায়৷ মহারাষ্ট্রের কৃষক সমস্যা নিয়ে সংসদের বাইরে বিক্ষোভ শুরু করেন শিবসেনা সাংসদরা৷ যদিও লোকসভা স্পিকার ওম বিড়লা মুলতুবি প্রস্তাব খারিজ করে দেন৷
advertisement
advertisement
কাশ্মীর প্রসঙ্গে কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী বলেন, 'কেন বিরোধী নেতাদের কাশ্মীরে যেতে বাধা দেওয়া হচ্ছে? কাশ্মীরের রাজনৈতিক নেতারা নজরবন্দি৷ আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে নেই৷' দফায় দফায় বিরোধীরা কাশ্মীরের পরিস্থিতি নিয়ে স্লোগান তুলতে থাকেন৷
advertisement
অসমের কংগ্রেস সাসংদ গৌরভ গগৈ সংসদের সামনে মহাত্মা গান্ধি মূর্তির সামনে দূষণের মাত্রা বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ দেখান৷ দূষণ নিয়ন্ত্রণে সরকার তত্‍পর, এটা বোঝাতে বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি সাইকেলে ও কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর বৈদ্যুতিন গাড়িতে সংসদে ঢোকেন৷ সাইকেল চালিয়ে সংসদে আসেন বিজেপি সাংসদ মনসুখ মান্ডভিয়াও৷
advertisement
এ দিন অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, 'সংসদে ভালো মানের বিতর্ক হওয়া খুবই প্রয়োজন৷'
বাংলা খবর/ খবর/দেশ/
'এখনও কাশ্মীর কেন স্বাভাবিক নয়?' প্রথম দিনেই উত্তপ্ত সংসদ, ওয়াক-আউট শিবসেনার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement