বড় ঘোষণা রাহুলের, ক্ষমতায় এলে ১০ দিনের মধ্যেই মিলবে এই দুর্দান্ত সুবিধা

  • Last Updated :
  • Share this:

    #বিদিশা: রাজ্যে সরকার গড়তে পারলে ১০ দিনের মধ্যে কৃষিঋণ মকুব করে দেওয়া হবে, মধ্যপ্রদেশের বিদিশায় এই প্রতিশ্রুতিই দিলেন কংগ্রেস প্রধান রাহুল গান্ধি ।

    মধ্যপ্রদেশের নির্বাচন জনসভায় নরেন্দ্র মোদিকে আক্রমণ করে রাহুল মন্তব্য করেছেন এই কয়েক বছরে কৃষকদের জন্য কিছুই করেন নি মোদি । অর্থ কেলেঙ্কারি প্রসঙ্গ টেনে এনে ফের গেরুয়া শিবিরকে আক্রমণ করেছেন কংগ্রেস প্রধান । বিজয় মালিয়া, মেহুল চোকসি ও নীরব মোদি হাজার কোটি টাকা নিয়ে দেশ ছেড়ে পালিয়ে যান, ধনশালীদের ঋণ মকুব হয় কিন্তু কৃষিজীবীদের ঋন মকুব করার প্রতিশ্রুতি দিয়ে তা পূরণ করেন নি মোদি ।কেন এমন হল এই নিয়ে কোনও সদুত্তরও পাওয়া যায় নি,জানিয়েছেন রাহুল।

    এই প্রসঙ্গেই রাহুল জানিয়েছেন মধ্যপ্রদেশে ক্ষমতায় এলে ১০ দিনের মধ্যেই কৃষকদের ঋণ মকুব করা হবে । এর আগে ছত্তীসগড়ে প্রচারে গিয়েও কৃষিঋণ মকুব করার প্রতিশ্রুতি দিয়েছিলেন রাহুল । ২৮ নভেম্বর মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন । ফল ঘোষণা ১১ ডিসেম্বর ।

    First published:

    Tags: India Assembly Election 2018, Madhya Pradesh Assembly Election 2018, Rahul Gandhi