বিরোধী জোটের প্রধানমন্ত্রী হবেন কে? নির্বাচনের ফলঘোষণার আগে জানাবে না কংগ্রেস

Last Updated:
#নয়াদিল্লি: ২০১৯ লোকসভা নির্বাচনে আরএসএস ও ভারতীয় জনতা দলকে পরাজিত করার লক্ষ্যে ইতিমধ্যেই সমমতাদর্শের রাজনৈতিক দলগুলির সঙ্গে জোট গড়ছে কংগ্রেস। বিহার, উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রে মোদির বিজয়রথ আটকাতে রাজনৈতিক দলগুলির সঙ্গে বোঝাপড়ার কাজেও নেমে পড়েছে কংগ্রেস । এবার জানা গিয়েছে এই বিরোধী জোটের প্রধানমন্ত্রী কে হবেন তা এই মুহূর্তে প্রকাশ করবেনা কংগ্রেস ।
উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টির সঙ্গে রণনীতির ছক কষে ফেলেছে কংগ্রেস । আলোচনা চলছে আসন ভাগাভাগি নিয়েও । প্রসঙ্গত সংসদে উত্তরপ্রদেশের ৮০টি আসন ছিনিয়ে নিতে এই জোটকেই হাতিয়ার করছে কংগ্রেস । রাজস্থান, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, পাঞ্জাব, ছত্তিশগড় সহ বেশ কয়েকটি জায়গায় আসনের নিরিখেই তারাই এগিয়ে থাকবে, এমনটাই মত রাহুল গান্ধির ।
advertisement
কিন্তু এই মুহূর্তেই প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখা যাবে তা প্রকাশ করতে নারাজ কংগ্রেস । দলের শীর্ষ নেতাদের মতে রাহুলের প্রথম লক্ষ্য বিরোধী দলগুলিকে একজোট করে মোদি ও সংঘকে পরাজিত করা ও কেবলমাত্র ভোটের ফল প্রকাশের পরই কাকে প্রধানমন্ত্রী করা হবে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে । এখনই সেই কাজ করতে গেলে বিভাজনের সৃষ্টি হতে পারে বলে মনে করছে কংগ্রেস ।
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
বিরোধী জোটের প্রধানমন্ত্রী হবেন কে? নির্বাচনের ফলঘোষণার আগে জানাবে না কংগ্রেস
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement