জ্বালানির দাম বৃদ্ধি-সহ একাধিক ইস্যুতে ১০ সেপ্টেম্বর ভারত বন্ধ ডাকল কংগ্রেস
Last Updated:
কংগ্রেসের মুখপাত্র রণদীপ সূর্যেওয়ালার কথায়, 'ডিজেল, পেট্রোল, গ্যাসের দাম বৃদ্ধিতে নাজেহাল সাধারণ মানুষ৷ তাই ১০ সেপ্টেম্বর ভারত বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস৷ কংগ্রেস দাবি, অবিলম্বে এক্সাইজ ডিউটি কমিয়ে দিক কেন্দ্র এবং রাজ্যগুলির উপর চাপানো বিপুল VAT কমাতে হবে৷'
#নয়াদিল্লি: পেট্রোল, ডিজেল-সহ জ্বালানির দাম ক্রমাগত বৃদ্ধির প্রতিবাদে আগামী ১০ সেপ্টেম্বর ভারত বন্ধের ডাক দিল কংগ্রেস৷ একইসঙ্গে ওই বন্ধে প্রতিটি বিরোধী দলকেও যোগ দেওয়ার আহ্বান জানালেন কংগ্রেস নেতৃত্ব৷
কংগ্রেসের মুখপাত্র রণদীপ সূর্যেওয়ালার কথায়, 'ডিজেল, পেট্রল, গ্যাসের দাম বৃদ্ধিতে নাজেহাল সাধারণ মানুষ৷ তাই ১০ সেপ্টেম্বর ভারত বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস৷ কংগ্রেস দাবি, অবিলম্বে এক্সাইজ ডিউটি কমিয়ে দিক কেন্দ্র এবং রাজ্যগুলির উপর চাপানো বিপুল VAT কমাতে হবে৷'
পেট্রল-ডিজেলকে জিএসটি-র আওতায় আনারও দাবি জানাচ্ছে কংগ্রেস৷ বিরোধী দলগুলির সঙ্গে বিভিন্ন স্বেচ্ছাসবী সংগঠনগুলিকেও বন্ধে সামিল হওয়ার আবেদন জনিয়েছে কংগ্রেস৷
advertisement
advertisement
দেখুন: কী ভাবে পেট্রোলের সঙ্গে জল মিশিয়ে চলছে কারবার, কলকাতাতেই!
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 06, 2018 7:46 PM IST