মোদিকে ভোট দিলেই উপহার, সোশ্যাল মিডিয়ায় ছড়ানো বিজ্ঞাপন নিয়ে নির্বাচন কমিশনকে অভিযোগ কংগ্রেসের

Last Updated:

নির্বাচন কমিশনকে এই নিয়ে একটি অভিযোগ পত্রও জমা দেন কংগ্রেসের সোশ্যাল মিডিয়া প্রধান দিব্যা স্পন্দনা ৷

#নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ায় মোদি শিবিরের ক্যাম্পেন নিয়ে এবার সোচ্চার হয়ে উঠল জাতীয় কংগ্রেস শিবির ৷ লোকসভা নির্বাচনের আগে ফেসবুক, ট্যুইটারের মতো সোশ্যাল নেটওয়ার্কিং সাইটকে ব্যবহার করে কীভাবে জণগনকে প্রভাবিত করছে বিজেপি, তা নিয়েই সমালোচনা শুরু হল কংগ্রেসের অন্দরে ৷ তবে শুধু অন্দরেই নয়, বিজেপির এই সোশ্যাল মিডিয়া ক্যাম্পেনের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে অভিযোগও দায়ের করলেন জাতীয় কংগ্রেসের সোশ্যাল মিডিয়ার প্রধান দিব্যা স্পন্দনা ৷
বৃহস্পতিবার নির্বাচন কমিশনকে এই নিয়ে একটি অভিযোগ পত্রও জমা দেন কংগ্রেসের সোশ্যাল মিডিয়া প্রধান দিব্যা স্পন্দনা ৷ দিব্যার অভিযোগ অনুযায়ী, সোশ্যাল মিডিয়ায় নরেন্দ্র মোদিকে ভোট দেওয়া নিয়ে যে প্রচার চলছে তা একেবারেই অনৈতিক ৷
WhatsApp Image 2019-03-28 at 9.06.59 PM
advertisement
দিব্যার কথায়, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এমন সব বিজ্ঞাপন যেখানে বলা হয়েছে, মোদিকে ভোট দিলেই উপহার পাবেন ভোটদাতা ৷ দিব্যার কথায়, উপহারের লোভ দেখিয়ে জনগণের নৈতিক অধিকারকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে ৷ অভিযোগ পত্রে ফেসবুকের একটি পেজের লিঙ্কের উল্লেখও করেছেন দিব্যা স্পন্দনা ৷ তিনি জানিয়েছেন, এই পেজ দিয়েই ভোটদাতাদের ঘড়ি, টিশার্ট, ফোনের মতো উপহার দেওয়ার বিজ্ঞাপন করা হচ্ছে ৷
advertisement
ভোটদাতাদের ভোটদানের অধিকারকে সুরক্ষিত রাখতে অভিযোগ পত্র জমা দিয়ে, নির্বাচন কমিশনকে দিব্যা অনুরোধও জানিয়েছেন বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখার জন্য ৷
বাংলা খবর/ খবর/দেশ/
মোদিকে ভোট দিলেই উপহার, সোশ্যাল মিডিয়ায় ছড়ানো বিজ্ঞাপন নিয়ে নির্বাচন কমিশনকে অভিযোগ কংগ্রেসের
Next Article
advertisement
Kolkata Water Logging Update: মঙ্গলবারের পর কি বুধেও ভোগান্তি? শহরের কোন কোন রাস্তা থেকে নামল জল, জানাল পুরসভা
মঙ্গলবারের পর কি বুধেও ভোগান্তি? শহরের কোন কোন রাস্তা থেকে নামল জল, জানাল পুরসভা
  • দুপুরের পর থেকে কমে এসেছিল বৃষ্টি৷ যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছিল কলকাতা পুরসভাও৷ শেষ পর্যন্ত রাতের মধ্যেই শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তা থেকে জল সম্পূর্ণ সরিয়ে দেওয়া সম্ভব হয়েছে বলে দাবি করল কলকাতা পুরসভা৷ মঙ্গলবার রাত ৯টা পর্যন্ত যে রাস্তাগুলি থেকে জল নেমেছে, সেই রাস্তাগুলির একটি তালিকাও প্রকাশ করে পুর কর্তৃপক্ষ৷

VIEW MORE
advertisement
advertisement