‘দর্শন’ পত্রিকা নিয়ে বিতর্কের মুখে জাতীয় কংগ্রেস
Last Updated:
ফের বিতর্কে জাতীয় কংগ্রেস ৷ ১৩১তম জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা দিবসেই সমালোচনার মুখে পড়ল জাতীয় কংগ্রেস ৷ মুম্বই কংগ্রেসের মুখপত্র ‘দর্শন’ পত্রিকায় দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু-র এক সিদ্ধান্ত নিয়েই সূত্রপাত ঘটল নতুন সমালোচনার ৷
#নয়াদিল্লি: ফের বিতর্কে জাতীয় কংগ্রেস ৷ ১৩১তম জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা দিবসেই সমালোচনার মুখে পড়ল জাতীয় কংগ্রেস ৷ মুম্বই কংগ্রেসের মুখপত্র ‘দর্শন’ পত্রিকায় দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু-র এক সিদ্ধান্ত নিয়েই সূত্রপাত ঘটল নতুন সমালোচনার ৷ এমনকী, পত্রিকার এখ প্রবন্ধে সোনিয়া গান্ধির পরিবারকে নিয়েও বিতর্কিত মন্তব্য করা হয় ৷ প্রবন্ধে সোনিয়া গান্ধির বাবাকে ‘ফ্যাসিস্ট সেপাই’ বলে বর্ণনা করা হয়েছে ৷
প্রবন্ধে লেখা হয়েছে, কাশ্মীর, তীব্বত ও চীনের সমস্যার জন্য দায়ী নেহেরু ৷ তিনি যদি তাঁর আমলে সর্দার ভাই প্যাটেলের কথা শুনতেন তাহলে তাহলে আজ এই সমস্যা হত না ৷
এই লেখা প্রকাশিত হওয়ার পর প্রবল অস্বস্তির মুখে পড়ে যান কংগ্রেসের দর্শনের সম্পাদক মুম্বই কংগ্রেসের অধ্যক্ষ সঞ্জয় নিরুপম। তিনি জানিয়েছেন, ভুল হয়েছে, ত্রুটি সংশোধন করা হবে অবিলম্বে। মুখ বাঁচাতে মরিয়া কংগ্রেস জানিয়েছে, কংগ্রেস দর্শন পত্রিকা দলীয় মুখপত্র নয়।
advertisement
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 28, 2015 2:30 PM IST