প্রধানমন্ত্রীর ফিটনস ভিডিও অত্যন্ত উদ্ভট ও হাস্যকর : কংগ্রেস সভাপতি
Last Updated:
গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির ফিটনেস চ্যালেঞ্জের জবাব দিয়ে একটি ভিডিও প্রকাশ করেছিলেন ৷ সেই ভিডিও নিয়ে অনেকের অনেক মন্তব্যের সঙ্গে যোগ হয়েছে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধির মন্ত্বব্য ৷ কংগ্রেস সভাপতি বলেছেন অত্যন্ত হাস্যকর ও উদ্ভট ব্যাপার ৷
#নয়াদিল্লি: গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির ফিটনেস চ্যালেঞ্জের জবাব দিয়ে একটি ভিডিও প্রকাশ করেছিলেন ৷ সেই ভিডিও নিয়ে অনেকের অনেক মন্তব্যের সঙ্গে যোগ হয়েছে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধির মন্ত্বব্য ৷ কংগ্রেস সভাপতি বলেছেন অত্যন্ত হাস্যকর ও উদ্ভট ব্যাপার ৷
গতকালই রাহুল গান্ধির হাই প্রোফাইল ইফতার পার্টিতে চাঁদের হাট বসেছিল কে না উপস্থিত ছিলেন সেই আসরে ? প্রাক্তন রাষ্ট্রপতি প্রতিভা পাতিল ও প্রণব মুখোপাধ্যায়, প্রাক্তন উপরাষ্ট্রপতি হামিদ আনসারী, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদী,সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি প্রমুখরা ৷ অবশ্য ইউপিএ চেয়ারপার্সন সনিয়া গান্ধি বিদেশে থাকায় উপস্থিত থাকতে পারেননি এই নক্ষত্রখচিত সন্ধেয় ৷
advertisement
সীতারাম ইয়েচুরি এই প্রসঙ্গে হেসে বলেছেন রাজনৈতিক ভাবে দৈউলিয়া হয়েই এমন কাজ করেছেন প্রধানমন্ত্রী ৷ এর আগে কংগ্রেস নেতা প্রমোদ তিওয়ারি বলেছেন সীমান্তে পাকিস্তানের গুলিতে মৃত জওয়ানদেরকে অপমান করেছেন প্রধানমন্ত্রী যাঁরা দেশের জন্য প্রাণ দিয়েছেন ৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 14, 2018 11:12 AM IST