Congress President Election: খাড়গে না থারুর? আজ কংগ্রেসের সভাপতি নির্বাচন, কলকাতাতেও চলছে ভোট গ্রহণ

Last Updated:

কলকাতায় প্রদেশ কংগ্রেস দফতরে ভোট দেবেন এ রাজ্যের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী৷ পশ্চিমবঙ্গেও ৫৪৩ জন ভোটার রয়েছেন৷

প্রদেশ কংগ্রেস দফতরে ভোট দিলেন অধীর চৌধুরী৷
প্রদেশ কংগ্রেস দফতরে ভোট দিলেন অধীর চৌধুরী৷
#কলকাতা: গান্ধি পরিবারের বাইরে দীর্ঘ প্রায় আড়াই দশক পর কংগ্রেসের সভাপতি কে হবেন? তা নির্ধারণেই আজ সকাল থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া৷ ১৩৭ বছরের পুরনো দল কংগ্রেসের ব্যাটন মল্লিকার্জুন খাড়গে নাকি শশী থারুর ধরবেন, তা জানা যাবে আগামী ১৯ অক্টোবর৷
নতুন সভাপতি নির্বাচনে কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য হিসেবে ভোট দেবেন সনিয়া গান্ধি, রাহুল গান্ধি, মনমোহন সিংদের মতো শীর্ষ নেতারা৷ আবার প্রদেশ কংগ্রেস কমিটির সদস্যরাও নিজেদের মতামত জানাবেন৷ প্রতিটি রাজ্যেই কংগ্রেস দফতরে তৈরি হয়েছে এক বা একাধিক বুথ৷ পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস দফতরেও সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত চলবে ভোটগ্রহণ৷
advertisement
advertisement
কংগ্রেস সূত্রে খবর, সনিয়া গান্ধি, মনমোহন সিংদের মতো নেতারা দিল্লিতেই ভোট দেবেন৷ এই মুহূর্তে রাহুল গান্ধি ভারত জোড়ো যাত্রায় ব্যস্ত রয়েছেন৷ তারই ফাঁকে ভারত জোড়ো যাত্রার ক্যাম্পে ভোট দেবেন তিনি৷
কলকাতায় প্রদেশ কংগ্রেস দফতরে ভোট দেবেন এ রাজ্যের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী৷ পশ্চিমবঙ্গেও ৫৪৩ জন ভোটার রয়েছেন৷ ভোট পরিচালনার দায়িত্বে রয়েছেন ভিন রাজ্য থেকে আসা নেতারা৷ ভোট গ্রহণ পর্ব শেষ হলেই ব্যালট বাক্সগুলি দিল্লিতে কংগ্রেস সদর দফতরে নিয়ে যাওয়া হবে৷ আগামী বুধবার ভোট গণনার পর হবে ফল ঘোষণা৷
advertisement
রাহুল গান্ধি সভাপতি হতে রাজি না হওয়ায় কংগ্রেসের নতুন সভাপতির খোঁজ শুরু হয়৷ প্রথমে দৌড়ে এগিয়ে ছিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট৷ কিন্তু রাজস্থানে হঠাৎ কংগ্রেস বিধায়কদের বিদ্রোহে দৌড় থেকে ছিটকে যান গান্ধি পরিবার ঘনিষ্ঠ এই নেতা৷ এর পরেই গান্ধিদের আর এক আস্থাভাজন নেতা মল্লিকার্জুন খাড়গে৷ সভাপতি পদে মনোনয়ন জমা দেন শশী থারুরও৷ যদিও সভাপতি হওয়ার দৌড়ে খার্গেই অনেকটা এগিয়ে৷ থারুর নিজেও অভিযোগ করেছেন, বিভিন্ন রাজ্য প্রচারে গিয়ে প্রদেশ নেতৃত্বদের থেকে সহযোগিতা পাননি তিনি৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Congress President Election: খাড়গে না থারুর? আজ কংগ্রেসের সভাপতি নির্বাচন, কলকাতাতেও চলছে ভোট গ্রহণ
Next Article
advertisement
Pallab Kirtania Controversy: লগ্নজিতার পাশে দাঁড়ানোয় হঠাৎ অনুষ্ঠান বাতিল? সমাজমাধ্যমে বিস্ফোরক অভিযোগ শিল্পী পল্লব কীর্ত্তনীয়ার!
লগ্নজিতার পাশে দাঁড়ানোয় হঠাৎ অনুষ্ঠান বাতিল? বিস্ফোরক অভিযোগ পল্লব কীর্ত্তনীয়ার!
  • আবারও শিল্পীর স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ। এবার সরব হলেন সঙ্গীত শিল্পী পল্লব কীর্ত্তনীয়া। লগ্নজিতার হয়ে পাশে দাঁড়ানোয় তাঁর গানের অনুষ্ঠান বাতিল করে দেওয়ার অভিযোগ তুললেন শিল্পী পল্লব কীর্ত্তনীয়া। সমাজমাধ্যমে একটি পোস্ট করে এমন  দিকে অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, কার্ড ছাপানো হয়ে গেলেও রাজনৈতিক চাপেই বড়দিনে তাঁর অনুষ্ঠান বাতিল করেছেন উদ্যোক্তারা।

VIEW MORE
advertisement
advertisement