বংশের ধারা বজায় রেখে কংগ্রেসের নতুন সভাপতি হচ্ছেন রাহুল
Last Updated:
উত্তরাধিকার’ সূত্রে খুব তাড়াতাড়িই কংগ্রেস পার্টির সম্পূর্ণ দায়িত্বভার উঠতে চলেছে গান্ধি পরিবারের ‘যুবরাজ’ রাহুল গান্ধির হাতে ৷ ২০১৬-এর বিধানসভা ভোটে রাজ্যগুলিতে কংগ্রেসের ভরাডুবির পর দলে পরিবর্তনের হাওয়া আনতে চলেছে কংগ্রেস হাইকমান্ড ৷
#নয়াদিল্লি: ‘উত্তরাধিকার’ সূত্রে খুব তাড়াতাড়িই কংগ্রেস পার্টির সম্পূর্ণ দায়িত্বভার উঠতে চলেছে গান্ধি পরিবারের ‘যুবরাজ’ রাহুল গান্ধির হাতে ৷ ২০১৬-এর বিধানসভা ভোটে রাজ্যগুলিতে কংগ্রেসের ভরাডুবির পর দলে পরিবর্তনের হাওয়া আনতে চলেছে কংগ্রেস হাইকমান্ড ৷ কংগ্রেসের বর্তমান সভাপতি রাহুল জননী সোনিয়া গান্ধি খুব তাড়াতাড়িই পুত্রকে বসাতে চলেছেন দলীয় সিংহাসনে ৷
রাহুল গান্ধির কংগ্রেস সভাপতি হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা ৷ কংগ্রেসের অন্দরমহলে কান পাতলে এখন এমন কথাই শোনা যাচ্ছে ৷ বংশের ‘নিয়ম’ অনুযায়ীই সভাপতি হতে চলেছেন রাহুল ৷ তাঁর আগে নেহেরু-গান্ধি পরিবারের আরও পাঁচজন সদস্য এই পদ সামলেছেন ৷
জওহরলাল নেহেরু যেখানে পাঁচবার সভাপতি পদে মনোনীত হয়েছিলেন, সেই পদে গত ১৮ বছর ধরে নিজের দখলে রেখেছেন সোনিয়া গান্ধি ৷
advertisement
advertisement
সূত্রের খবর, সোনিয়ার এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন, শচীন পাইলট, আরপিএন সিং, জ্যোতির্ময় সিন্ধিয়া, জিতিন প্রসাদ, অজয় মাখেন এবং রণদীপ সূর্যেওয়ালার মতো দলের তরুণ ব্রিগেড ৷ এমনকী, জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ট্যুইট করে জানান তিনি রাহুলকেই কংগ্রেস সভাপতি চান ৷ ট্যুইটে তিনি বলেন, ‘কংগ্রেসের সঙ্গে দীর্ঘদিন ধরে রয়েছি ৷ রাহুলকেই এবার সভাপতি পদ দেওয়া হোক ৷’
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 02, 2016 9:02 PM IST