MP Political Crisis| মধ্যপ্রদেশে কি সরকার বাঁচানোর আশা রয়েছে কংগ্রেসের? জেনে নিন...
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
এই বিধায়করা সকলেই জ্যোতিরাদিত্য সিন্ধিয়া শিবিরের৷ সোমবার সন্ধ্যায় তাঁরা বেঙ্গালুরুর রিসর্টে চলে যান৷ তারপর ফোন বন্ধ করে দেন৷ কংগ্রেস যোগাযোগই করতে পারেনি৷
#ভোপাল: হোলির দিনই মধ্যপ্রদেশে বড় ধাক্কাটি খেল কমলনাথের সরকার৷ এই রাজ্যে কংগ্রেস সরকার এখন যে কোনও মুহূর্তে পড়ে যাবে৷ সোমবার রাত থেকেই পরিস্থিতি ঘুরে যায়৷ একসঙ্গে ২২ জন মন্ত্রী ইস্তফা দেন মুখ্যমন্ত্রী কমলনাথের কাছে৷ মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বৈঠকের পরেই সিন্ধিয়া কংগ্রেসে ইস্তফা দিয়েছেন৷ আপাতত ৬ মন্ত্রী সহ ২১ জন বিধায়কও কংগ্রেসকে ইস্তফা দিয়ে দিয়েছেন৷
BJP leader Shivraj Singh Chouhan on SP and BSP MLAs meeting him: They have just come here to meet me on the occasion of Holi. There is no politics in it. https://t.co/Fxid4eiBwQ pic.twitter.com/9WgayunLgR
— ANI (@ANI) March 10, 2020
advertisement
এই বিধায়করা সকলেই জ্যোতিরাদিত্য সিন্ধিয়া শিবিরের৷ সোমবার সন্ধ্যায় তাঁরা বেঙ্গালুরুর রিসর্টে চলে যান৷ তারপর ফোন বন্ধ করে দেন৷ কংগ্রেস যোগাযোগই করতে পারেনি৷ সরকার বাঁচাতে তড়িঘড়ি মন্ত্রিসভার বৈঠক ডেকেও লাভ হয়নি কমলনাথের৷ জ্যোতিরাদিত্যের বিজেপি যোগদানের খবরের পাশাপাশি মধ্যপ্রদেশ সরকারের কফিনে শেষ পেরেক পুঁতে দিয়েছেন ২১ জন কংগ্রেস বিধায়ক৷
advertisement
মধ্যপ্রদেশে বিধানসভা আসনের সংখ্যা ২৩০৷ দুটি খালি আসন ছাড়লে, মোট আসন ২২৮৷ ২১ বিধায়কের ইস্তফার পরে বিধানসভায় আসন সংখ্যা ২০৭৷ সংখ্যাগরিষ্ঠ প্রমাণে ম্যাজিক ফিগার ১০৪৷
কংগ্রেসের ১১৪ জন বিধায়ক থাকলেও, বিধায়ক ইস্তফার জেরে কংগ্রেসের বিধায়ক সংখ্যা কমে ৯৩৷ বিএসপি-র দুই বিধায়ক ও এসপি-র ১ জন বিধায়ক ও ৪ জন নির্দল বিধায়কের সমর্থন ছিল কংগ্রেসের৷ এঁরা যদি কংগ্রেসের পাশে রয়েছেন ধরে নেওয়া যায়, তা হলে মোট বিধায়ক ১০০৷ ৫ জন আরও বিধায়ক চাই কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে৷
advertisement
মধ্যপ্রদেশ বিধানসভায় বিজেপি-র ১০৭ জন বিধায়ক রয়েছেন৷ বিজেপি সূত্রের খবর, মধ্যপ্রদেশে সরকার উল্টে যাওয়ার সম্ভাবনা প্রবল৷ সে ক্ষেত্রে মুখ্যমন্ত্রী পদে ফিরবেন শিবরাজ সিং চৌহান৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 10, 2020 4:31 PM IST