MP Political Crisis| মধ্যপ্রদেশে কি সরকার বাঁচানোর আশা রয়েছে কংগ্রেসের? জেনে নিন...

Last Updated:

এই বিধায়করা সকলেই জ্যোতিরাদিত্য সিন্ধিয়া শিবিরের৷ সোমবার সন্ধ্যায় তাঁরা বেঙ্গালুরুর রিসর্টে চলে যান৷ তারপর ফোন বন্ধ করে দেন৷ কংগ্রেস যোগাযোগই করতে পারেনি৷

#ভোপাল: হোলির দিনই মধ্যপ্রদেশে বড় ধাক্কাটি খেল কমলনাথের সরকার৷ এই রাজ্যে কংগ্রেস সরকার এখন যে কোনও মুহূর্তে পড়ে যাবে৷ সোমবার রাত থেকেই পরিস্থিতি ঘুরে যায়৷ একসঙ্গে ২২ জন মন্ত্রী ইস্তফা দেন মুখ্যমন্ত্রী কমলনাথের কাছে৷ মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বৈঠকের পরেই সিন্ধিয়া কংগ্রেসে ইস্তফা দিয়েছেন৷ আপাতত ৬ মন্ত্রী সহ ২১ জন বিধায়কও কংগ্রেসকে ইস্তফা দিয়ে দিয়েছেন৷
advertisement
এই বিধায়করা সকলেই জ্যোতিরাদিত্য সিন্ধিয়া শিবিরের৷ সোমবার সন্ধ্যায় তাঁরা বেঙ্গালুরুর রিসর্টে চলে যান৷ তারপর ফোন বন্ধ করে দেন৷ কংগ্রেস যোগাযোগই করতে পারেনি৷ সরকার বাঁচাতে তড়িঘড়ি মন্ত্রিসভার বৈঠক ডেকেও লাভ হয়নি কমলনাথের৷ জ্যোতিরাদিত্যের বিজেপি যোগদানের খবরের পাশাপাশি মধ্যপ্রদেশ সরকারের কফিনে শেষ পেরেক পুঁতে দিয়েছেন ২১ জন কংগ্রেস বিধায়ক৷
advertisement
মধ্যপ্রদেশে বিধানসভা আসনের সংখ্যা ২৩০৷ দুটি খালি আসন ছাড়লে, মোট আসন ২২৮৷ ২১ বিধায়কের ইস্তফার পরে বিধানসভায় আসন সংখ্যা ২০৭৷ সংখ্যাগরিষ্ঠ প্রমাণে ম্যাজিক ফিগার ১০৪৷
কংগ্রেসের ১১৪ জন বিধায়ক থাকলেও, বিধায়ক ইস্তফার জেরে কংগ্রেসের বিধায়ক সংখ্যা কমে ৯৩৷ বিএসপি-র দুই বিধায়ক ও এসপি-র ১ জন বিধায়ক ও ৪ জন নির্দল বিধায়কের সমর্থন ছিল কংগ্রেসের৷ এঁরা যদি কংগ্রেসের পাশে রয়েছেন ধরে নেওয়া যায়, তা হলে মোট বিধায়ক ১০০৷ ৫ জন আরও বিধায়ক চাই কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে৷
advertisement
মধ্যপ্রদেশ বিধানসভায় বিজেপি-র ১০৭ জন বিধায়ক রয়েছেন৷ বিজেপি সূত্রের খবর, মধ্যপ্রদেশে সরকার উল্টে যাওয়ার সম্ভাবনা প্রবল৷ সে ক্ষেত্রে মুখ্যমন্ত্রী পদে ফিরবেন শিবরাজ সিং চৌহান৷
বাংলা খবর/ খবর/দেশ/
MP Political Crisis| মধ্যপ্রদেশে কি সরকার বাঁচানোর আশা রয়েছে কংগ্রেসের? জেনে নিন...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement