INX মিডিয়া মামলা: চিদম্বরম ইস্যুতে একজোট কংগ্রেস শীর্ষ নেতৃত্ব, জানালেন, লড়াই এ বার স্বাধীনতা বনাম মিথ্যাচার
Last Updated:
চিদাম্বরমের পাশে দাঁড়িয়েছেন রাহুল গান্ধি ও প্রিয়াঙ্কা গান্ধি৷ চিদম্বরম বললেন, 'ইডি, সিবিআই কোনও চার্জশিট দেয়নি আমার বিরুদ্ধে৷ আইএনএক্স মামলায় দুর্নীতিতে আমি অভিযুক্ত নই৷
নয়াদিল্লি: আইএনএক্স মামলায় যখন সিবিআই ও ইডি কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমকে গ্রেফতারের জন্য তত্পর, তখন একজোট হয়ে চিদম্বরমের পাশে দাঁড়ালেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব৷ প্রাক্তন অর্থমন্ত্রী বললেন, 'লড়াই এ বার স্বাধীনতা বনাম মিথ্যাচারের৷'
Modi's Govt is using the ED, CBI & sections of a spineless media to character assassinate Mr Chidambaram.
I strongly condemn this disgraceful misuse of power. — Rahul Gandhi (@RahulGandhi) August 21, 2019
advertisement
চিদাম্বরমের পাশে দাঁড়িয়েছেন রাহুল গান্ধি ও প্রিয়াঙ্কা গান্ধি৷ চিদম্বরম বললেন, 'ইডি, সিবিআই কোনও চার্জশিট দেয়নি আমার বিরুদ্ধে৷ আইএনএক্স মামলায় দুর্নীতিতে আমি অভিযুক্ত নই৷ সম্পূর্ণ মিথ্যাচার চলছে৷ আমার ছেলের বিরুদ্ধেও অভিযোগ নেই৷ আমি পালিয়ে বেড়াইনি৷ আইনি পরামর্শ নিতে ব্যস্ত ছিলাম৷ সুপ্রিম কোর্টের উপর আস্থা আছে৷ আমায় নিরাপত্তা দিক সুপ্রিম কোর্ট৷' সাংবাদিক সম্মেলন করেই বেরিয়ে যান প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷
advertisement
but the truth is inconvenient to cowards so he is being shamefully hunted down. We stand by him and will continue to fight for the truth no matter what the consequences are. 2/2 — Priyanka Gandhi Vadra (@priyankagandhi) August 21, 2019
রাহুল ট্যুইটারে লেখেন, ইডি, সিবিআই ও অন্যান্য সংস্থাগুলিকে নিজের ইচ্ছামত ব্যবহার করছে মোদি সরকার। চিদম্বরমকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপদস্থ করার জন্যই এই কাজ করছে মোদি সরকার৷ পাশাপাশি রাহুলের অভিযোগ, একাংশের সংবাদমাধ্যমকে ব্যবহার করছে মোদি সরকার ও এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
advertisement
সিবিআই, ইডি লুকআউট নোটিস জারি করেছে৷ গ্রেফতারির খাঁড়া ঝুলছে মাথায়৷ এ হেন পরিস্থিতিতেই অত্যন্ত তাত্পর্যপূর্ণ ভাবে সিবিআই-ইডির তত্পরতাকে রাজনৈতিক মোড় দিয়ে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম৷ দিল্লিতে কংগ্রেসের সদর দফতরে অভিষেক মনু সিংভি, কপিল সিব্বলদের নিয়ে সাংবাদিক সম্মেলন করে চিদম্বরম দাবি করলেন, তাঁর বিরুদ্ধে মিথ্যে প্রচার চলছে৷ চিদম্বরম যখন প্রেস কনফারেন্স করছেন, তখন সেখানে উপস্থিত সিবিআই এবং ইডি৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 21, 2019 9:15 PM IST