Sonia Gandhi: অসুস্থ সোনিয়া গান্ধি! শিমলায় তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হল কংগ্রেস নেত্রীকে
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Sonia Gandhi: অসুস্থ কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধি। শনিবার শিমলায় হঠাত্ করেই শারীরিক অবস্থার অবনতি হয় সোনিয়ার।
শিমলা: অসুস্থ কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধি। শনিবার শিমলায় হঠাত্ করেই শারীরিক অবস্থার অবনতি হয় সোনিয়ার। তড়িঘড়ি তাঁকে ইন্দিরা গান্ধি মেডিক্যাল কলেজ হসপিটাল (IGMC)-তে নিয়ে যাওয়া হয়। সূত্রের খবর, হাসপাতালে ইতিমধ্যেই এমআরআই করা হয়েছে তাঁর।
হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সিক্কুও দ্রুত কংগ্রেস নেত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে পৌঁছতে পারেন বলেই সূত্রের খবর। প্রসঙ্গত, এই বছর ফেব্রুয়ারি মাসেও অসুস্থ হয়ে পড়েছিলেন সোনিয়া।
advertisement
আরও পড়ুন: ঠিক ৬ দিনের অপেক্ষা…শুক্রের গোচরে কপাল খুলবে ৫ রাশির! টাকার বৃষ্টি, ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে
advertisement
পেটের সমস্যা নিয়ে দিল্লির স্যার গঙ্গরাম হাসপাতালে ভর্তি করা হয়েছিল কংগ্রেস নেত্রীকে। যদিও তখন চিকিত্সকরা জানিয়েছিলেন চিন্তার বিশেষ কোনও কারণ নেই। বর্তমানে ঠিক কোন সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি সোনিয়া? সে সম্পর্কে এখনও পর্যন্ত বিশদে কিছু জানা যায়নি।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 07, 2025 6:15 PM IST