#নয়াদিল্লি: কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী-সহ দলের শীর্ষ নেতাদের নিয়ে উত্তর-পূর্ব দিল্লির হিংসা কবলিত এলাকা পরিদর্শনে গেলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি৷ পরিদর্শনে পরে রাহুল বললেন, ঘৃণা ও হিংসাই দেশের উন্নতির শত্রু৷
বুধবার রাহুলের সঙ্গে হিংসা কবলিত দিল্লিতে যান কংগ্রেস নেতা কে সি বেণুগোপাল, অধীররঞ্জন চৌধুরী, কে সুরেশ, মুকুল ওয়াসনিক, কুমারী শেলজা, গৌরব গগৈ ও রণদীপ সুরজেওয়ালা৷ তাঁরা ব্রিজপুরে একটি বেসরকারি স্কুলে যান৷ হিংসার সময় ওই স্কুলটিতে ব্যাপক ভাঙচুর চালানোর পর আগুন ধরিয়ে দেওয়া হয়৷ এ দিন কংগ্রেসের দুটি পৃথক প্রতিনিধি দল উত্তর-পূর্ব দিল্লির হিংসা কবলিত এলাকা পরিদর্শন করেন৷
हिंदुस्तान को जो बांटा और जलाया जा रहा है, उससे भारत माता का कोई फायदा नहीं हो रहा है।
स्कूल हिंदुस्तान का भविष्य है। नफरत और हिंसा ने इसको जलाया है। इससे किसी का फायदा नहीं हुआ है। हिंसा और नफरत तरक्की के दुश्मन हैं: @RahulGandhi #CongressUnitesIndia pic.twitter.com/wUJDRVlGeo — Congress (@INCIndia) March 4, 2020
অরুণ মডার্ন পাবলিক সিনিয়র সেকেন্ডারি স্কুল নামে ওই বেসরকারি স্কুলের পোড়া বিল্ডিং, ক্লাসরুম ও পুড়ে যাওয়া বাসগুলি দেখেন কংগ্রেস নেতারা৷ সাংবাদিকদের রাহুল বলেন, 'এই স্কুল ভারতের ভবিষ্যত্৷ ঘৃণা ও হিংসা ধ্বংস করে দিল৷ কারও লাভ হল না৷ ভারত ভাগ করা হচ্ছে৷ আগুন জ্বলছে৷ এতে ভারত মাতার কোনও উপকার হচ্ছে না৷'
राहुल जी व कांग्रेस सांसदों ने दिल्ली के दंगाग्रस्त इलाक़ों का दौरा किया।दिल्ली व देश के सीने पर लगे ज़ख्मों के दर्द को महसूस किया। राहुल जी ने भीष्म शर्मा के स्कूल में न्याय की गुहार लगाते हुए कहा की ये भारतमाता के बच्चों पर दहशतगर्दों का हमला है। इसे देश कभी स्वीकार नही करेगा। pic.twitter.com/qfyaZ4ZH8o
— Randeep Singh Surjewala (@rssurjewala) March 4, 2020
হিংসার সময় একটি মসজিদো ভেঙে দেওয়া হয়েছে ওই এলাকায়৷ সেখানেও যান রাহুল৷ ব্রিজপুরি নুল্লা এলাকার বাইরে যেতে রাহুলকে নিষেধ করে পুলিশ৷
কংগ্রেস সভাপনেত্রী সনিয়া গান্ধি গত সপ্তাহে দিল্লি হিংসা কবলিত এলাকা পরিদর্শনের করে রিপোর্ট জমা দেওয়ার জন্য ৫ সদস্যের একটি টিম তৈরি করেন কংগ্রেসে৷ হোলির পরে সংসদে দিল্লি হিংসা নিয়ে আলোচনা হবে৷ তার আগে কোমর বাঁধছে কংগ্রেস৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।