Delhi Violence| 'হিংসা-ঘৃণা উন্নয়নের শত্রু,' হিংসা-কবলিত দিল্লি দেখে বললেন রাহুল

Last Updated:

সাংবাদিকদের রাহুল বলেন, 'এই স্কুল ভারতের ভবিষ্যত্‍৷ ঘৃণা ও হিংসা ধ্বংস করে দিল৷ কারও লাভ হল না৷ ভারত ভাগ করা হচ্ছে৷ আগুন জ্বলছে৷ এতে ভারত মাতার কোনও উপকার হচ্ছে না৷'

#নয়াদিল্লি: কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী-সহ দলের শীর্ষ নেতাদের নিয়ে উত্তর-পূর্ব দিল্লির হিংসা কবলিত এলাকা পরিদর্শনে গেলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি৷ পরিদর্শনে পরে রাহুল বললেন, ঘৃণা ও হিংসাই দেশের উন্নতির শত্রু৷
বুধবার রাহুলের সঙ্গে হিংসা কবলিত দিল্লিতে যান কংগ্রেস নেতা কে সি বেণুগোপাল, অধীররঞ্জন চৌধুরী, কে সুরেশ, মুকুল ওয়াসনিক, কুমারী শেলজা, গৌরব গগৈ ও রণদীপ সুরজেওয়ালা৷ তাঁরা ব্রিজপুরে একটি বেসরকারি স্কুলে যান৷ হিংসার সময় ওই স্কুলটিতে ব্যাপক ভাঙচুর চালানোর পর আগুন ধরিয়ে দেওয়া হয়৷ এ দিন কংগ্রেসের দুটি পৃথক প্রতিনিধি দল উত্তর-পূর্ব দিল্লির হিংসা কবলিত এলাকা পরিদর্শন করেন৷
advertisement
advertisement
advertisement
অরুণ মডার্ন পাবলিক সিনিয়র সেকেন্ডারি স্কুল নামে ওই বেসরকারি স্কুলের পোড়া বিল্ডিং, ক্লাসরুম ও পুড়ে যাওয়া বাসগুলি দেখেন কংগ্রেস নেতারা৷ সাংবাদিকদের রাহুল বলেন, 'এই স্কুল ভারতের ভবিষ্যত্‍৷ ঘৃণা ও হিংসা ধ্বংস করে দিল৷ কারও লাভ হল না৷ ভারত ভাগ করা হচ্ছে৷ আগুন জ্বলছে৷ এতে ভারত মাতার কোনও উপকার হচ্ছে না৷'
advertisement
advertisement
হিংসার সময় একটি মসজিদো ভেঙে দেওয়া হয়েছে ওই এলাকায়৷ সেখানেও যান রাহুল৷ ব্রিজপুরি নুল্লা এলাকার বাইরে যেতে রাহুলকে নিষেধ করে পুলিশ৷
কংগ্রেস সভাপনেত্রী সনিয়া গান্ধি গত সপ্তাহে দিল্লি হিংসা কবলিত এলাকা পরিদর্শনের করে রিপোর্ট জমা দেওয়ার জন্য ৫ সদস্যের একটি টিম তৈরি করেন কংগ্রেসে৷ হোলির পরে সংসদে দিল্লি হিংসা নিয়ে আলোচনা হবে৷ তার আগে কোমর বাঁধছে কংগ্রেস৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Delhi Violence| 'হিংসা-ঘৃণা উন্নয়নের শত্রু,' হিংসা-কবলিত দিল্লি দেখে বললেন রাহুল
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement