Delhi Violence| 'হিংসা-ঘৃণা উন্নয়নের শত্রু,' হিংসা-কবলিত দিল্লি দেখে বললেন রাহুল

Last Updated:

সাংবাদিকদের রাহুল বলেন, 'এই স্কুল ভারতের ভবিষ্যত্‍৷ ঘৃণা ও হিংসা ধ্বংস করে দিল৷ কারও লাভ হল না৷ ভারত ভাগ করা হচ্ছে৷ আগুন জ্বলছে৷ এতে ভারত মাতার কোনও উপকার হচ্ছে না৷'

#নয়াদিল্লি: কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী-সহ দলের শীর্ষ নেতাদের নিয়ে উত্তর-পূর্ব দিল্লির হিংসা কবলিত এলাকা পরিদর্শনে গেলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি৷ পরিদর্শনে পরে রাহুল বললেন, ঘৃণা ও হিংসাই দেশের উন্নতির শত্রু৷
বুধবার রাহুলের সঙ্গে হিংসা কবলিত দিল্লিতে যান কংগ্রেস নেতা কে সি বেণুগোপাল, অধীররঞ্জন চৌধুরী, কে সুরেশ, মুকুল ওয়াসনিক, কুমারী শেলজা, গৌরব গগৈ ও রণদীপ সুরজেওয়ালা৷ তাঁরা ব্রিজপুরে একটি বেসরকারি স্কুলে যান৷ হিংসার সময় ওই স্কুলটিতে ব্যাপক ভাঙচুর চালানোর পর আগুন ধরিয়ে দেওয়া হয়৷ এ দিন কংগ্রেসের দুটি পৃথক প্রতিনিধি দল উত্তর-পূর্ব দিল্লির হিংসা কবলিত এলাকা পরিদর্শন করেন৷
advertisement
advertisement
advertisement
অরুণ মডার্ন পাবলিক সিনিয়র সেকেন্ডারি স্কুল নামে ওই বেসরকারি স্কুলের পোড়া বিল্ডিং, ক্লাসরুম ও পুড়ে যাওয়া বাসগুলি দেখেন কংগ্রেস নেতারা৷ সাংবাদিকদের রাহুল বলেন, 'এই স্কুল ভারতের ভবিষ্যত্‍৷ ঘৃণা ও হিংসা ধ্বংস করে দিল৷ কারও লাভ হল না৷ ভারত ভাগ করা হচ্ছে৷ আগুন জ্বলছে৷ এতে ভারত মাতার কোনও উপকার হচ্ছে না৷'
advertisement
advertisement
হিংসার সময় একটি মসজিদো ভেঙে দেওয়া হয়েছে ওই এলাকায়৷ সেখানেও যান রাহুল৷ ব্রিজপুরি নুল্লা এলাকার বাইরে যেতে রাহুলকে নিষেধ করে পুলিশ৷
কংগ্রেস সভাপনেত্রী সনিয়া গান্ধি গত সপ্তাহে দিল্লি হিংসা কবলিত এলাকা পরিদর্শনের করে রিপোর্ট জমা দেওয়ার জন্য ৫ সদস্যের একটি টিম তৈরি করেন কংগ্রেসে৷ হোলির পরে সংসদে দিল্লি হিংসা নিয়ে আলোচনা হবে৷ তার আগে কোমর বাঁধছে কংগ্রেস৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Delhi Violence| 'হিংসা-ঘৃণা উন্নয়নের শত্রু,' হিংসা-কবলিত দিল্লি দেখে বললেন রাহুল
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement