'যুবকরা যখন চাকরি চাইছে, মোদি সরকার তখনই তাদের চাঁদ দেখাচ্ছে,' কটাক্ষ রাহুলের

Last Updated:

বিজেপি যখন মহারাষ্ট্রে ভোটপ্রচারে জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ, জাতীয়বাদকে ইস্যু করছে, তখন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি টার্গেট করলেন দেশের বেহাল অর্থনীতি ও বেকারত্বকে৷

#লাতুর: ২১ অক্টোবর মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন৷ ভোটের আগে রাজনৈতিক বাকযুদ্ধ তুঙ্গে৷ বিজেপি যখন মহারাষ্ট্রে ভোটপ্রচারে জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ, জাতীয়বাদকে ইস্যু করছে, তখন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি টার্গেট করলেন দেশের বেহাল অর্থনীতি ও বেকারত্বকে৷
রবিবার লাতুরে ভোটপ্রচারে গিয়ে ইসরো-র চন্দ্রযান ২ মিশনের প্রসঙ্গ তুলে রাহুল বললেন, 'চাঁদে স্যাটেলাইট পাঠিয়ে আপনারা দেশের গরিব মানুষের মুখে খাবার তুলে দিতে তো পারবেন না৷ এই ধরনের মিশন আমাদের যুব সম্প্রদায়ের প্রত্যাশা পূরণ করবে না৷ যখনই দেশের যুবকরা চাকরি চাইছে, সরকার তাদের চাঁদ দেখাচ্ছে৷'
নরেন্দ্র মোদি ও অমিত শাহকে নিশানা করে রাহুল বলেন, 'নরেন্দ্র মোদি ও অমিত শাহের একটাই লক্ষ্য, মানুষকে বিভ্রান্ত করে করবেট ন্যাশনাল পার্ক, চাঁদ, চিন, পাকিস্তান, জাপান ও কোরিয়া ইত্যাদি বিষয়ে দেশের মানুষের মনকে ঘুরিয়ে দেওয়া৷ ওঁরা দেশের আসল ইস্যুগুলোতে চুপ থাকেন৷'
advertisement
advertisement
বেকারত্ব নিয়ে কেন্দ্রকে খোঁচা দিয়ে রাহুল বলেন, 'গত ৪০ বছরে দেশে বেকাতর্ব সর্বোচ্চ পর্যায়ে৷ দেশে ২ হাজারের বেশি কারখানা বন্ধ হয়ে গিয়েছে৷ গাড়ি শিল্প ধুঁকছে৷ সম্প্রতি গুজরাত গিয়ে দেখলাম, বস্ত্র ও হিরে শিল্পের অবস্থা শোচনীয়৷ কিন্তু মিডিয়া চুপ৷ নরেন্দ্র মোদিকে কেউ প্রশ্ন করছেন না৷'
আরও ভিডিও: ভোটের মুখে পড়ুয়াদের মুখোমুখি রাহুল গান্ধি
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
'যুবকরা যখন চাকরি চাইছে, মোদি সরকার তখনই তাদের চাঁদ দেখাচ্ছে,' কটাক্ষ রাহুলের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement