'এবার হবে ন্যায়', অন্যায়ের বিরুদ্ধে সুবিচারের আশ্বাস দিয়ে থিম সং প্রকাশ কংগ্রেসের
Last Updated:
#নয়াদিল্লি: লোকসভা নির্বাচনের বাকি আর ৭ দিন, তার আগে আজই প্রকাশিত হল কংগ্রেসের থিম সং । একই সঙ্গে প্রকাশ করা হয়েছে দলীয় শ্লোগানও । মূলত ন্যায় প্রকল্পকে হাতিয়ার করেই লোকসভায় ক্ষমতার লড়াইয়ে নামছে কংগ্রেস ও সেই পরিপ্রেক্ষিতেই দলের শ্লোগান -অব হোগা ন্যায় অর্থাৎ এবার হবে ন্যায় । প্রবীণ কংগ্রেস নেতা আনন্দ শর্মার মতে গত ৫ বছর ধরে বিজেপি যে মিথ্যা প্রতিশ্রুতিগুলি দিয়েছিল সেই অন্যায়ের বিরুদ্ধেই এই ন্যায়ের লড়াই করবে কংগ্রেস ।
ठान लिया है सारे हिंदुस्तान ने, आयी है सुनहरी घड़ी "न्याय की। हर धोखे, जुमले का होगा हिसाब, घड़ियां खत्म हुई अब "अन्याय" की।। कांग्रेस बनेगी हर जन की आवाज, दूर करेगी पीड़ा हर "असहाय" की।।#AbHogaNYAY pic.twitter.com/xGXs8GV7Fp
— Congress (@INCIndia) April 7, 2019
advertisement
advertisement
দেশের সাংবিধানিক মূল্যবোধের উপর আঘাত করেছে বিজেপি সরকার,জানিয়েছেন আনন্দ শর্মা । কংগ্রেসের এই থিম সং লিখেছেন জাভেদ আখতার ও প্রচারের ভিডিওটি পরিচালনা করেছেন নিখিল আডবানি ।
ট্যুইটারে কংগ্রেসের পেজে এই ভিডিওটি পোস্ট করে হয়েছে প্রত্যেকটি অবিচারের বিচার হবে, সুবিচার পাবেন প্রত্যেকটি নাগরিক । অসহায়দের হয়ে কথা বলবে কংগ্রেস ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 07, 2019 6:33 PM IST