কর্ণাটকের মন্ত্রিসভায় পদ নিয়ে টানাপোড়েন এড়াল কংগ্রেস !

Last Updated:

নামেই শপথগ্রহণ অনুষ্ঠান। আসলে, বুধবার বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়াম হয়ে উঠতে চলেছে বিজেপি বিরোধী দলগুলির সম্ভাব্য জোট মঞ্চ।

#বেঙ্গালুরু: নামেই শপথগ্রহণ অনুষ্ঠান। আসলে, বুধবার বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়াম হয়ে উঠতে চলেছে বিজেপি বিরোধী দলগুলির সম্ভাব্য জোট মঞ্চ। কংগ্রেসের টার্গেট লোকসভা ভোট। তাই সরকারের পদবণ্টন নিয়ে দর কষাকষি নয়, বরং কুমারস্বামীকে সহযোগিতার বার্তাই দিচ্ছে হাতশিবির। শপথগ্রহণে থাকছেন সীতারাম ইয়েচুরি ও পিনারাই বিজয়নও।
কংগ্রেস নেতা বেণুগোপাল সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, আগামিকাল মন্ত্রিসভায় কংগ্রেস এবং জেডিএস মিলিয়ে ৩৪ জন বিধায়ককে মন্ত্রী হিসেবে ঘোষণা করা হবে ৷ যেখানে ২২ জন কংগ্রেসের এবং ১২ জন জেডিএসের বিধায়ক থাকবেন ৷ জাতীয় সংবাদসংস্থা সূত্রে খবর, কংগ্রেসের কে কে আর রমেশ কুমারই হবেন কর্ণাটকের বিধানসভার স্পিকার ৷ পাশাপাশি, জী পরমেশ্বরই হবেন কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ৷
advertisement
লক্ষ্য লোকসভা ভোট । তাই, বিজেপি বিরোধী ফ্রন্টের চেহারাটা ঠিক কেমন হতে পারে তারই পরীক্ষা হতে চলেছে কুমারস্বামীর শপথগ্রহণ অনুষ্ঠানে। বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে আমন্ত্রিত মোদি বিরোধী একঝাঁক মুখ। শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবেন
advertisement
কংগ্রেসের সঙ্গে একমঞ্চে থাকবেন না বলে মঙ্গলবারই বেঙ্গালুরু ঘুরে যান তেলঙ্গানার মুখ‍্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। কর্নাটকে বিজেপির মুখের গ্রাস কেড়ে নিয়েছে কংগ্রেস ও জেডিএস জোট। তাই সরকার গড়লেও আশঙ্কা থাকছেই। তা আঁচ করেই কুমারস্বামীকে সহযোগিতার বার্তাই দিয়েছেন রাহুল-সোনিয়া ।
advertisement
- কর্নাটকে ২ জন উপমুখ্যমন্ত্রী চায় কংগ্রেস
- দলিত নেতা পরমেশ্বরের পাশাপাশি লিঙ্গায়েত নেতা শিবশঙ্করাপ্পাকেও উপমুখ্যমন্ত্রী করতে চায় কংগ্রেস
- স্পিকারের পদও নিজের হাতে রাখতে চায় কংগ্রেস
কর্নাটকে হার চাপে ফেলে দিয়েছে বিজেপিকে। পরপর দু’দিন সাংবাদিক সম্মেলন করলেন বিজেপি সভাপতি অমিত শাহ। এবং যথারীতি বিরোধীদের জোটকে কটাক্ষ করলেন তিনি ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
কর্ণাটকের মন্ত্রিসভায় পদ নিয়ে টানাপোড়েন এড়াল কংগ্রেস !
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement