LIVE: রাজ্যে কংগ্রেসের ধস, শুধু বহরমপুরেই এগিয়ে অধীর রঞ্জন চৌধুরী
Last Updated:
#বহরমপুর: চলছে ভোটগণনা! রাজ্যে ব্যাপক ধস কংগ্রেস শিবিরে! গত লোকসভা নির্বাচনেও রাজ্যে ৪টি আসন পেয়েছিল কংগ্রেস, কিন্তু এবছর তা তলানিতে গিয়ে ঠেকল! রাজ্যে মাত্র ১টি আসন বহরমপুরে এগিয়ে কংগ্রেস। প্রতিদ্বন্দী প্রার্থী তৃণমূলের অপূর্ব সরকার ও বিজেপির কৃষ্ণ জোয়ারদারকে পিছনে ফেলে এগিয়ে রয়েছেন ৪ বারের সংসদ অধীর রঞ্জন চৌধুরী!
গত লোকসভা নির্বাচনে বহরমপুরের পাশাপাশি জঙ্গিপুর, মালদহ দক্ষিণ ও মালদহ উত্তরে জিতেছিল কংগ্রেস।
ভোটব্যাঙ্কে ব্যাপক বৃদ্ধি বিজেপির। কংগ্রেসের ছিটেফোঁটা অস্ত্বিত্ব টের পাওয়া গেলেও, কার্যত কোনও অস্তিত্ব নেই বামেদের। গণনার প্রাথমিক ট্রেন্ড বলছে, তৃণমূলের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই চলছে বিজেপির। এই মুহূর্তে রাজ্যে ২৪টি আসনে এগিয়ে তৃণমূল কংগ্রেস। বিজেপি এগিয়ে রয়েছে ১৭টি আসনে। কংগ্রেস এগিয়ে রয়েছে ১টি আসনে।
advertisement
advertisement
ভোট শতাংশের দিকে নজর রাখলে দেখা যাচ্ছে, ২০১৬ থেকে ২০১৯, এই ৩ বছরে প্রায় ৪ গুণের কাছাকাছি বেড়েছে বিজেপির ভোটব্যাঙ্ক। ২০১৬ বিধানসভা ভোটের ফলাফলের নিরিখে তৃণমূল পেয়েছিল ৪৫.৭১ শতাংশ ভোট। বাম-কংগ্রেস জোট পেয়েছিল ৪০.০৩ শতাংশ। বিজেপি পেয়েছিল ১০.৩১ শতাংশ।
এবার ২০১৯ লোকসভা ভোটের গণনা শুরু হতেই দেখা যাচ্ছে, আগের হিসেব যেন সব ধুয়ে মুছে সাফ। রাউন্ড যত এগোচ্ছে, তত স্পষ্ট হচ্ছে রাজ্যের ভোটব্যাঙ্কের চিত্র। প্রথম ৩ ঘণ্টার গণনার পর পরিসংখ্যান বলছে, শতাংশের বিচারে তৃণমূলের ঘরে ভোট পড়েছে ৪৫.৬ শতাংশ। বিজেপির ভোটব্যাঙ্ক ব্যাপক বেড়েছে। বিজেপি এখনও পর্যন্ত ভোট পেয়েছে ৩৮.৩ শতাংশ। কংগ্রেসের ঝুলিতে গিয়েছে ৫.৪০ শতাংশ। কার্যত আতস কাচ দিয়ে খুঁজতে হচ্ছে বামেদের। চূড়ান্ত ফলাফলের নিরিখে রাজ্যে কোন দল কত আসন পেল, তা জানতে এখনও বেশ কিছুটা অপেক্ষা করতে হবে। তবে শতাংশের বিচারে এটা স্পষ্ট যে, বাম-কংগ্রেসের ভোটব্যাঙ্কের একটি বিশাল অংশ বিজেপির দিকে গিয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 23, 2019 12:15 PM IST