#নয়াদিল্লি: পুলওয়ামা হামলার ১২ দিন পরেই পাকিস্তানের বালাকোটে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় এয়ার ফোর্স। আজ পাক প্রত্যাঘাতের পর সীমান্তে ভারত-পাক উত্তেজনা অব্যাহত। একদিকে যেমন বাড়ছে রাজনৈতিক উত্তাপ, অন্যদিকে পাল্লা দিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে একাধিক ভুয়ো খবর, ছবি, ভিডিও । উস্কানিমূলক মন্তব্য বা ছবিও ছড়াচ্ছে পাল্লা দিয়ে ।
এ অশান্ত সময়ে হিংসা ছড়ানো থেকে বিরত থাকার বার্তা দিয়েছে কংগ্রেস। তাদের অফিসিয়াল ট্যুইটার অ্যাকাউন্টে বলা হয়েছে হিংসামূলক বার্তা ও ভুয়ো খবর বিশ্বাস না করতে । সোশ্যাল মিডিয়ায় যে কোনও খবর শেয়ার করার আগে ভারত সরকারের তথ্য জেনে নিয়ে শেয়ার করাই শ্রেয় ।
With the growing hysteria it is easy to succumb to hate propaganda & fake news. We request everyone to show restraint in reacting & sharing any news until we have official information from the Indian govt.
— Congress (@INCIndia) February 27, 2019
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Hate propaganda, India strikes back, কংগ্রেস