রাহুলের হস্তক্ষেপে মরুঝড়ের অবসান! এক মাস পরে কংগ্রেসের কাজে ফিরলেন সচিন পাইলট

Last Updated:

১৪ অগাস্ট থেকে রাজস্থানের বিধানসভা অধিবেশন নির্বিঘ্নেই হবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

#নয়াদিল্লি: সমস্ত জল্পনার অবসান। এক মাসের দীর্ঘ দড়িটানাটানির খেলা শেষ হল রাজস্থানে। কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনার পরে ফের কাজে যোগ দিতে প্রস্তুত সচিন পাইলট। ফলে ১৪ অগাস্ট থেকে রাজস্থানের বিধানসভা অধিবেশন নির্বিঘ্নেই হবে বলে মনে করছে রাজনৈতিক মহল।
কংগ্রেস শীর্ষ নেতৃত্বের বাসভবনে সচিন সোমবার দীর্ঘ দু'ঘণ্টা কথাবার্তা চালান রাহুল গান্ধি ও প্রিয়াঙ্কা গান্ধির সঙ্গে। সেখান থেকে বেরিয়ে এসে বলেন, এই মিটিং 'খোলামেলা এবং ফলপ্রসূ হয়েছে। তার পরেই জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল নিজের বিবৃতিতে বলেন, "একটি তিন সদস্যের কমিটি তৈরি হবে যারা সচিন-সহ অন্য বিক্ষুব্ধ এমএলএ-দের কথাবার্তা শুনবে এবং একটা সমাধান সূত্র বের করে আনবে।" একই সঙ্গে তিনি যোগ করেন, সচিন পাইলট প্রতিশ্রুতি দিয়েছেন, "তিনি কংগ্রেসের হয় এবং রাজস্থান সরকারের হয়ে কাজ করবেন।"
advertisement
এদিন কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজওয়ালা বলেন, রাজস্থানের রাজনৈতিক সংকট মিটতে চলেছে রাহুল গান্ধির হস্তক্ষেপে। এর থেকে বোঝা যায় কংগ্রেসের অভ্যন্তরীণ ঐক্য কতটা। একই সঙ্গে প্রকট কংগ্রেসের সভ্যরা অত সহজে বিজেপির শিকার হবে না।
advertisement
এদিন সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেন সচিনও। তিনি বলেন, "সোনিয়া গান্ধি, রাহুল গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধি-সহ সমস্ত কংগ্রেস নেতৃত্বকে আমি কৃতজ্ঞতা জানাই আমাদের বিষয়গুলি গুরুত্ব সহকারে বিচারের আশ্বাসের জন্য। আমি আমার বিশ্বাসে অনড়। গণতন্ত্র রক্ষার্থে কংগ্রেসের হয়ে রাজস্থানের মানুষের জন্য কাজ করব। কাজ করব নতুন ভারতের জন্য।"
advertisement
জুলাই মাসের শুরুতে রাজস্থানে অশোক গেহলটকে চ্যালেঞ্জ করে বিদ্রোহ শুরু করেন সচিন। তাঁর অভিযোগ ছিল রাহুল গান্ধি সভাপতির পদ থেকে সরার পর থেকেই তাঁকে কোনঠাসা করা হচ্ছে। তিনি অভিযোগ করেছিলেন উপমুখ্যমন্ত্রী হলেও তাঁর ক্ষমতা খর্ব করা হচ্ছে। পাশাপাশি আত্মসম্মান নিয়েও টানাটানি চলছে। তবে বিজেপিতে যোগ দেওয়া নিয়ে জল্পনা শুরু হলে তাতে জল ঢেলে দেন তিনি।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
রাহুলের হস্তক্ষেপে মরুঝড়ের অবসান! এক মাস পরে কংগ্রেসের কাজে ফিরলেন সচিন পাইলট
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement