'১৫ শিল্পপতির ₹৩.৫ লক্ষ কোটি ঋণ মকুব করেছেন মোদিজি'
Last Updated:
রাহুলের দাবি, ওই ১৫ জন শিল্পপতির হাতে দেশের সম্পদের চাবি তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী৷ কিন্তু কংগ্রেস চায়, ওই চাবি কৃষক, গরিব, মহিলা, আদিবাসী ও যুবসম্প্রদায়ের হাতে তুলে দিতে৷
#রায়পুর: কয়েকজন নির্দিষ্ট শিল্পপতির ৩.৫ লক্ষ কোটি টাকা ঋণ মকুব করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ শনিবার ছত্তীসগড়ে সভায় এমনই চাঞ্চল্যকর দাবি করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি৷ রাহুলের কথায়, ক্ষমতায় আসার পর গত কয়েক বছরে ১৫ জন শিল্পপতির ঋণ মকুব করে দিয়েছেন প্রধানমন্ত্রী৷
সোমবার ছত্তীসগড়ে প্রথম দফার ভোট৷ তার আগে শনিবার জনসভায় রাহুল গান্ধি তীব্র আক্রমণ করলেন মোদিকে৷ বললেন, 'গত ৪-৫ বছরে, দেশের ধনীতম ১৫ জন শিল্পপতির ৩.৫ লক্ষ কোটি টাকা ঋণ মকুব করে দিয়েছেন৷ যেখানে MGNREGA স্কিমের জন্য দেশের প্রতি বছর ৩৫ হাজার কোটি টাকা প্রয়োজন হয়৷ ১৫ জন নির্দিষ্ট শিল্পপতিকে সেই টাকার ১০ গুণ বেশি ঋণ মকুব করে দিলেন মোদিজি৷'
advertisement
advertisement
রাহুলের দাবি, ওই ১৫ জন শিল্পপতির হাতে দেশের সম্পদের চাবি তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী৷ কিন্তু কংগ্রেস চায়, ওই চাবি কৃষক, গরিব, মহিলা, আদিবাসী ও যুবসম্প্রদায়ের হাতে তুলে দিতে৷ কংগ্রেস মধ্যপ্রদেশ ও ছত্তীসগড়কে আগামী ৫ বছরে এগ্রিকালচার সেন্টার গড়ে তুলতে চায় বলেও জানান কংগ্রেস সভাপতি৷
আগামী ১২ ও ২০ নভেম্বর ভোট হবে ছত্তীসগড়ে৷ ২৮ নভেম্বর ভোট হবে মধ্যপ্রদেশে৷ ফল বেরবে ১১ ডিসেম্বর৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 10, 2018 4:20 PM IST