প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ই আহমেদ, সাংসদের প্রয়াণে বাজেট পিছনোর জল্পনা
Last Updated:
ই আহমেদের মৃত্যুর পর প্রশ্ন উঠেছে এদিন বাজেট পেশ হবে কিনা সে নিয়ে ৷
#নয়াদিল্লি: প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ই আহমেদ ৷ বুধবার দিল্লির এক বেসরকারি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর ৷ মঙ্গলবার যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ভাষণ চলাকালীনই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কংগ্রেস সাংসদ ই আহমেদ ৷ তৎক্ষণাৎ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ প্রাথমিক পরীক্ষার পর চিকিৎসকরা জানিয়েছেন, হার্ট অ্যাটাক হয়েছে ওই কংগ্রেস সাংসদের ৷ রাতেই হাসপাতালে মৃত্যু হয় তার ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।
ই আহমেদের মৃত্যুর পর প্রশ্ন উঠেছে এদিন বাজেট পেশ হবে কিনা সে নিয়ে ৷ আশঙ্কা দেখা দিয়ে বাজেট পেশ নিয়ে ৷ সংসদের নিয়ম কোনও সাংসদের যদি মৃত্যু হয় তাহলে একদিনের জন্য স্থগিত রাখা হয় অধিবেশন ৷ সাংসদের প্রয়াণে বাজেট পিছনোর জল্পনা শুরু হয়ে গিয়েছে ৷ ‘সাধারণত কোনও সাংসদের মৃত্যুতে একদিনের জন্য মুলতুবি করা হয় সংসদ ৷ কিন্তু আজ বাজেট মুলতুবির সম্ভাবনা নেই ৷ তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন অধ্যক্ষই’, বললেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী সন্তোষ গাঙ্গোয়ার ৷
advertisement
তবে সূত্রের খবর, বাজেট পেশের দিন পিছিয়ে দেওয়ার সম্ভাবনা খুবই কম ৷ জানা গিয়েছে আজকের তারিখ দিয়ে বাজেটের সমস্ত কাগজ প্রিন্ট করা হয়ে গিয়েছে ৷ তাই বাজেট পিছিয়ে দেওয়া হলে সমস্যার মুখে পড়তে হবে সরকার ৷ তবে প্রধানমন্ত্রীর দফতর থেকে এই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি ৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 01, 2017 8:49 AM IST