প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ই আহমেদ, সাংসদের প্রয়াণে বাজেট পিছনোর জল্পনা

Last Updated:

ই আহমেদের মৃত্যুর পর প্রশ্ন উঠেছে এদিন বাজেট পেশ হবে কিনা সে নিয়ে ৷

#নয়াদিল্লি: প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ই আহমেদ ৷ বুধবার দিল্লির এক বেসরকারি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর ৷ মঙ্গলবার যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ভাষণ চলাকালীনই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কংগ্রেস সাংসদ ই আহমেদ ৷ তৎক্ষণাৎ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ প্রাথমিক পরীক্ষার পর চিকিৎসকরা জানিয়েছেন, হার্ট অ্যাটাক হয়েছে ওই কংগ্রেস সাংসদের ৷ রাতেই হাসপাতালে মৃত্যু হয় তার ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।
ই আহমেদের মৃত্যুর পর প্রশ্ন উঠেছে এদিন বাজেট পেশ হবে কিনা সে নিয়ে ৷ আশঙ্কা দেখা দিয়ে বাজেট পেশ নিয়ে ৷ সংসদের নিয়ম কোনও সাংসদের যদি মৃত্যু হয় তাহলে একদিনের জন্য স্থগিত রাখা হয় অধিবেশন ৷ সাংসদের প্রয়াণে বাজেট পিছনোর জল্পনা শুরু হয়ে গিয়েছে ৷ ‘সাধারণত কোনও সাংসদের মৃত্যুতে একদিনের জন্য মুলতুবি করা হয় সংসদ ৷ কিন্তু আজ বাজেট মুলতুবির সম্ভাবনা নেই ৷ তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন অধ্যক্ষই’, বললেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী সন্তোষ গাঙ্গোয়ার ৷
advertisement
তবে সূত্রের খবর, বাজেট পেশের দিন পিছিয়ে দেওয়ার সম্ভাবনা খুবই কম ৷ জানা গিয়েছে আজকের তারিখ দিয়ে বাজেটের সমস্ত কাগজ প্রিন্ট করা হয়ে গিয়েছে ৷ তাই বাজেট পিছিয়ে দেওয়া হলে সমস্যার মুখে পড়তে হবে সরকার ৷ তবে প্রধানমন্ত্রীর দফতর থেকে এই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি ৷
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ই আহমেদ, সাংসদের প্রয়াণে বাজেট পিছনোর জল্পনা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement