#নয়াদিল্লি: প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ই আহমেদ ৷ বুধবার দিল্লির এক বেসরকারি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর ৷ মঙ্গলবার যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ভাষণ চলাকালীনই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কংগ্রেস সাংসদ ই আহমেদ ৷ তৎক্ষণাৎ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ প্রাথমিক পরীক্ষার পর চিকিৎসকরা জানিয়েছেন, হার্ট অ্যাটাক হয়েছে ওই কংগ্রেস সাংসদের ৷ রাতেই হাসপাতালে মৃত্যু হয় তার ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।ই আহমেদের মৃত্যুর পর প্রশ্ন উঠেছে এদিন বাজেট পেশ হবে কিনা সে নিয়ে ৷ আশঙ্কা দেখা দিয়ে বাজেট পেশ নিয়ে ৷ সংসদের নিয়ম কোনও সাংসদের যদি মৃত্যু হয় তাহলে একদিনের জন্য স্থগিত রাখা হয় অধিবেশন ৷ সাংসদের প্রয়াণে বাজেট পিছনোর জল্পনা শুরু হয়ে গিয়েছে ৷ ‘সাধারণত কোনও সাংসদের মৃত্যুতে একদিনের জন্য মুলতুবি করা হয় সংসদ ৷ কিন্তু আজ বাজেট মুলতুবির সম্ভাবনা নেই ৷ তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন অধ্যক্ষই’, বললেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী সন্তোষ গাঙ্গোয়ার ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Arun Jaitley, Bengali News, Budget 2017, Budget 2017-18, Budget Speech, Confusion Following Death of Ahamed, Indian Budget 2017, Union Budget 2017, Union Budget 2017-18, Union Budget Highlight