ট্রেনের টিকিট কাটতে এবার যা বাধ্যতামূলক হতে চলেছে ... দেখে নিন
Last Updated:
কালোবাজারি এবং ঠগদের হাত থেকে বাঁচার জন্য ভারতীয় রেলওয়ে নতুন নিয়ম চালু করছে।
#কলকাতা : খুব তাড়াতাড়ি আরও একটা নতুন নিয়ম চালু হতে চলেছে ভারতীয় রেলে ৷ এবার থেকে ট্রেনের টিকিট কাটতে গেলে সঙ্গে রাখতে হবে আধার কার্ড ৷ খুব তাড়াতাড়ি এই নিয়ম বাধ্যতামূলক করতে চলেছে ভারতীয় রেল ৷ অর্থাৎ আপনার যদি আধার কার্ড না থাকে, তাহলে আর ট্রেনের টিকিট রিজার্ভেশন করতে পারবেন না ৷
কালোবাজারি এবং ঠগদের হাত থেকে বাঁচার জন্য ভারতীয় রেল নতুন নিয়ম চালু করছে। Unique Identity Number বা আধার কার্ড থাকা তার জন্য বাধ্যতামূলক হতে চলেছে। রেলের মতে, এর ফলে রেল টিকিট কাটার ক্ষেত্রে অনেক স্বচ্ছ্বতা থাকবে ৷
সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে তাহলে কী হবে ? প্রথম পর্যায়ে, সিনিয়র সিটিজেন কোটায় ছাড় পাওয়ার জন্য বয়স্ক যাত্রীদের অবশ্যই আধার কার্ড জমা দিতে হবে। দ্বিতীয় পর্যায়ে, শারীরিক প্রতিবন্ধীদের টিকিটের ওপর ছাড় পাওয়ার জন্য তাঁদের অবশ্যই আধার কার্ড জমা দিতে হবে।
advertisement
advertisement
শুধু সিনিয়র সিটিজেন কিংবা শারীরিক প্রতিবন্ধীরাই নন, সাধারণ মানুষকেও ট্রেনের টিকিট রিজার্ভেশনের জন্য আধার নম্বর জমা দেওয়া এবার থেকে বাধ্যতামূলক হতে চলেছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 08, 2016 2:48 PM IST
