Tripura।। BJP Rally: শুক্রবার ত্রিপুরায় বিজেপি-র মেগা শো! দিলীপ-শুভেন্দু-মিঠুনকে নিয়ে জমজমাট আসর
- Published by:Satabdi Adhikary
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Tripura।। BJP Rally: ভোটের আগে আগামী শুক্রবার ত্রিপুরায় বিজয় সংকল্প জনসভার কর্মসূচি পালন করতে চলেছে বিজেপি। এই পর্বে ত্রিপুরার ময়দানে প্রচারে নামবেন বিজেপির সর্বভারতীয় স্তরের এক ঝাঁক নেতা।
ত্রিপুরা: আগামী ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। তার রীতিমতো ভোটের উত্তাপে তাতছে দেশের উত্তর-পূর্বের এই রাজ্য। কোমর বেঁধে শেষ দফার প্রচার পর্ব চালিয়ে যাচ্ছে শাসকদল বিজেপি। পিছিয়ে নেই বাম, কংগ্রেস বা ত্রিপুরা তৃণমূলও। তবে আগামিকাল, শুক্রবার ত্রিপুরা বিজেপি-র জন্য গুরুত্বপূর্ণ দিন। এদিন ত্রিপুরায় বিজেপি-র মেগা শো।
ভোটের আগে আগামী শুক্রবার ত্রিপুরায় বিজয় সংকল্প জনসভার কর্মসূচি পালন করতে চলেছে বিজেপি। এই পর্বে ত্রিপুরার ময়দানে প্রচারে নামবেন বিজেপির সর্বভারতীয় স্তরের এক ঝাঁক নেতা। পাশাপাশি, বঙ্গ বিজেপি থেকেও একাধিক নেতানেত্রী ত্রিপুরায় প্রচারে যাবেন বলে সূত্রের খবর।
আরও পড়ুন: বাজেট নিয়ে কি জ্যোতিষেই ভরসা রাখছে রাজ্য? দিন পরিবর্তন নিয়ে তুঙ্গে জল্পনা
আগামিকাল ত্রিপুরা জুড়ে সভা করবেন দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, লকেট চ্যাটার্জি, শান্তনু ঠাকুর ও মিঠুন চক্রবর্তী। মিঠুন সভা করবেন তিনটে। পাশাপাশি, লকেট চট্টোপাধ্য়ায়ের ৩ টি, শুভেন্দু অধিকারীর ২ টো, দিলীপ ঘোষের ২ টো সভা করার কথা। ত্রিপুরায় ২টি সভা করবেন শান্তনু ঠাকুরও।
advertisement
advertisement
ত্রিপুরায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে প্রচারে আসছেন স্মৃতি ইরানি, হিমন্ত বিশ্বশর্মা, প্রতিমা ভৌমিক, বিপ্লব দেব, রাজীব ভট্টাচার্যেরা।
গত বিধানসভা ভোটে ত্রিপুরায় আইপিএফটির সঙ্গে জোট করেছিল বিজেপি। যদিও সময়ের সঙ্গে সঙ্গেই দুই দলের মধ্যে দূরত্ব ক্রমশ বাড়ে। একাধিক নেতা যোগ দেন রাজার দল তিপ্রামোথা-তে।
আরও পডুন: মুখ্যমন্ত্রী তো দিয়েছেন, কিন্তু তিনি নেবেন কি? Z প্লাস নিরাপত্তা পেয়ে মহা ফাঁপরে অমর্ত্য সেন
সাম্প্রতিক সময়ে ত্রিপুরায় বিজেপি জোট ছেড়ে একাধিক নেতা এবং বিধায়করা অন্য দলে নাম লিখিয়েছেন। শাসক জোট ত্যাগ করে একের পর এক বিধায়ক তিপ্রামোথাতে নাম লেখাচ্ছেন। এর ফলে ত্রিপুরা রাজ্য রাজনীতিতে বড়সড় বদল আসলেও অবাক হওয়ার কিছু থাকবে না। বিশেষ করে স্বশাসিত পর্ষদের ভোটে যেভাবে মহারাজার দল ব্যাপক ফল করেছে, তার পরে এই সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Tripura
First Published :
February 02, 2023 11:12 AM IST