• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • নাটকীয়ভাবে সরকার দখলের পর আজ শক্তিপরীক্ষা উদ্ধব ঠাকরের

নাটকীয়ভাবে সরকার দখলের পর আজ শক্তিপরীক্ষা উদ্ধব ঠাকরের

এনসিপি ও কংগ্রেসকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার শপথ নেন উদ্ধব ঠাকরে। শনিবারই স্পিকার পদে মনোনয়ন জমা দেওয়ার কথা। রবিবার হবে নির্বাচন।

এনসিপি ও কংগ্রেসকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার শপথ নেন উদ্ধব ঠাকরে। শনিবারই স্পিকার পদে মনোনয়ন জমা দেওয়ার কথা। রবিবার হবে নির্বাচন।

এনসিপি ও কংগ্রেসকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার শপথ নেন উদ্ধব ঠাকরে। শনিবারই স্পিকার পদে মনোনয়ন জমা দেওয়ার কথা। রবিবার হবে নির্বাচন।

 • Share this:

  #মুম্বই: নাটকীয়ভাবে সরকার দখলের পর শনিবার শক্তিপরীক্ষা উদ্ধব ঠাকরের। মহারাষ্ট্র বিধানসভায় আজ শক্তি প্রদর্শন করবেন নয়া মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে এনসিপির বর্ষীয়ান বিধায়ক দীলিপওয়ালসে পাতিল প্রোটেম স্পিকার নির্বাচন করেছে নয়া সরকার।

  গত শুক্রবার ক্যাবিনেট বৈঠকের পর বিজেপির কালিদাস কোলাম্বরকে সরিয়ে ওই পদে বসানো হয়। এনসিপি ও কংগ্রেসকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার শপথ নেন উদ্ধব ঠাকরে। শনিবারই স্পিকার পদে মনোনয়ন জমা দেওয়ার কথা। রবিবার হবে নির্বাচন। স্পিকার পদ কংগ্রেসেরই পাওয়ার কথা।

  দীর্ঘ টানাপোড়েন, পট-পরিবর্তনের পর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন উদ্ধব বাল ঠাকরে। অনেক টানাপোড়েন পেরিয়ে মহারাষ্ট্রে স্থায়ী সরকার। কৃষক দুরাবস্থা, কর্মসংস্থানের পাশাপাশি এই সরকার টিকিয়ে রাখাই প্রথম ৬ মাসে উদ্ধবের অন্যতম চ্যালেঞ্জ।

  মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর দাবি, তাঁর সরকার জনগণের সরকার। মহারাষ্ট্রবাসী যাতে পেটপুরে খেতে পারে, তাও নিশ্চিত করতে প্রকল্প আনা হবে। রাজ্য জুড়ে তৈরি হবে ফুড কিয়স্ক। স্বাস্থ্য ও সেচেও বরাদ্দ বাড়ানোর প্রতিশ্রুতি নতুন মুখ্যমন্ত্রীর।

  First published: