‘আমি ওঁকে চিনি না, ওঁর নামও জানি না’, রাষ্ট্রপতি পদপ্রার্থী কোবিন্দকে নিয়ে মমতার প্রতিক্রিয়া
Last Updated:
‘আমি ওঁকে চিনি না, ওঁর নামও জানি না’, রাষ্ট্রপতি পদপ্রার্থী কোবিন্দকে নিয়ে মমতার প্রতিক্রিয়া
#দুবাই: এনডিএ-র রাষ্ট্রপতি প্রার্থী অপছন্দের। কৌশলে বুঝিয়ে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের সঙ্গে কোনও আলোচনা হয়নি। রাষ্ট্রপতি পদে দলিত তাস বিজেপির। বিরোধীদের চমক দিয়ে কানপুরের দলিত নেতা রামনাথ কোবিন্দকে রাষ্ট্রপতি পদপ্রার্থী ঘোষণা করল গেরুয়াশিবির। আজ, তাঁর নামে সিলমোহর দেয় বিজেপির সংসদীয় বোর্ড। তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, কোনওরকম আলোচনা না করে, একপাক্ষিক ভাবে কোবিন্দের নাম ঘোষণা করেছে বিজেপি।
মমতা বন্দ্যোপাধ্যায়ের বলেন, কোনও আলোচনা না করেই রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ পদে প্রার্থী ঘোষণা করেছে NDA ৷ একইসঙ্গে তিনি বলেন, ‘ভেবেছিলাম প্রণবদার মতো কেউ হবেন ৷ আদবানি বা সুষমা স্বরাজ হতে পারতেন ৷ রাষ্ট্রপতি পদটা দেশের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ সবাইকে নিয়ে একমতে প্রার্থী হলে ভাল হত ৷ ২২ তারিখে আলোচনার কথা ছিল ৷ আগেই একতরফাভাবে প্রার্থী ঘোষণা হল ৷’
advertisement
রাষ্ট্রপতি পদ প্রার্থী রাম নাথ কোবিন্দ সম্পর্কে তৃণমূল নেত্রীর প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমি ওঁকে চিনি না ৷ আমি ওঁর নামও জানি না ৷’
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 19, 2017 4:59 PM IST