মেঘ ভাঙা বৃষ্টিতে ভয়াবহ অবস্থা Uttarakhand-এর দেবপ্রয়াগে, ভেসে গেল বাড়িঘর-দোকানপাট
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
বিকেল ৫টা নাগাদ নামে মেঘ ভাঙা বৃষ্টি । আর এতেই ধুয়ে মুছে সাফ হয়ে যায় একাধিক এলাকা । হাড়হিম করা সেই ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে ।
#দেবপ্রয়াগ: বিপদ আর বিপর্যয় যেন পিছু ছাড়ছে না দেশের । এ বার ভয়ঙ্তর মেঘ ভাঙা বৃষ্টিতে লন্ডভন্ড হয়ে গেল উত্তরাখণ্ড (Uttarakhand)-এর রাজধানী দেহরাদূন থেকে ১২০ কিলোমিটার দূরের দেবপ্রয়াগ । তবে আশার কথা একটাই, ঘটনায় কারও মৃত্যুর খবর আসেনি ।
Cloudburst was reported at 5 pm today. Around 12-13 shops and several other properties have been damaged. Since most of these shops were closed due to lockdown, no casualty has been reported yet. Water level is on the rise here, rescue operation underway: MS Rawat, SHO Devprayag pic.twitter.com/GyMxnNzelq
— ANI (@ANI) May 11, 2021
advertisement
advertisement
তবে ছবির মতো সুন্দর দেবপ্রয়াগ (Devaprayag) একেবারে তছনছ হয়ে গিয়েছে । মেঘ ভাঙা বৃষ্টির তুমুল দাপটে ভেসে গিয়েছে দোকানপাট, ঘরবাড়ি । দেবপ্রয়াগের স্টেশন হাউস অফিসার জানিয়েছেন, মঙ্গলবার বিকেল ৫টা নাগাদ ঘটনাটি ঘটে। সকাল থেকেই সেখানে বৃষ্টিপাত হচ্ছিল । স্থানীয় সান্তা নদীতে জল বাড়ছিল ক্রমশ । বিকেলের দিকে তা ভয়ঙ্কর চেহারা নেয় । পাহাড়ের উপর থেকে ধস নামে । নদীর জলের সঙ্গে তা মিশে ভয়াবহ হয়ে ওঠে । এরই মধ্যে বিকেল ৫টা নাগাদ নামে মেঘ ভাঙা বৃষ্টি । আর এতেই ধুয়ে মুছে সাফ হয়ে যায় একাধিক এলাকা । হাড়হিম করা সেই ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে ।
advertisement
— sonal lakhera (@sonallakhera1) May 11, 2021
দেশের অনেক রাজ্যের মতই উত্তরাখণ্ডেও এখন লকডাউন চলছে । যার ফলে বর্তমানে কোনও পর্যটক নেই ওই এলাকায় । আর সে কারণেই বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে । ঘটনার পরেই স্বরাষ্টমন্ত্রী অমিত শাহ ফোন করেন মুখ্যমন্ত্রী তিরথ সিং রাওয়াতকে। কেন্দ্রের তরফে সমস্ত রকম সাহায্যের আশ্বাস দেওয়া হয় । ইতিমধ্যেই বিপর্যয় মোকাবিলা বাহিনী পোঁছে সেখানে উদ্ধারকার্য চালাচ্ছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 12, 2021 8:56 AM IST