বৃত্তি নিয়ে বিবাদ, ছাত্র-কর্মী সংঘর্ষে উত্তাল জেএনইউ ক্যাম্পাস

Last Updated:

JNU || অন্যদিকে কর্মচারীদের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে৷ তাঁদের দাবি, উদ্দেশ্যপ্রণোদিত ভাবে অশান্তির চেষ্টা চলছে৷

#নয়াদিল্লি: ফের সংঘর্ষে উত্তাল দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়৷ অভিযোগ, দুই বছরেরও বেশি সময় ধরে আটকে থাকা বৃত্তির কথা জানাতে গেলে বিশ্ববিদ্যালয় কর্মচারীদের সঙ্গে সংঘর্ষ বাধে ছাত্রদের। দুপক্ষের সংঘর্ষে আহত হন বেশ কয়েকজন৷ বিজেপি-সংশ্লিষ্ট ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বা এবিভিপি এবং ক্যাম্পাসের নিরাপত্তারক্ষীদের মধ্যে সংঘর্ষে প্রায় ১২ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে৷
এবিভিপি জেএনইউ সভাপতি রোহিত কুমার জানিয়েছেন, সোমবার সকাল ১১টা নাগাদ পাঁচজন ছাত্র বৃত্তিবিভাগে যান৷ সেখানেই স্টুডেন্ট স্কলারশিপ সম্পর্কে জিজ্ঞাসা করার সময় রক্ষীরা শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার করেন৷ সেখানেই শুরু হয় বচসা, হাতাহাতি৷ আহত ছাত্ররা জানিয়েছেন, তাঁরা শীঘ্রই দিল্লি পুলিশের কাছে অভিযোগ জমা দেবেন।
advertisement
advertisement
অন্যদিকে কর্মচারীদের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে৷ তাঁদের দাবি, উদ্দেশ্যপ্রণোদিত ভাবে অশান্তির চেষ্টা চলছে৷
বাংলা খবর/ খবর/দেশ/
বৃত্তি নিয়ে বিবাদ, ছাত্র-কর্মী সংঘর্ষে উত্তাল জেএনইউ ক্যাম্পাস
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement