ভোররাতে মারপিট! রেজাল্ট বেরতেই রক্তাক্ত JNU
Last Updated:
বাম ছাত্র সংগঠনগুলির সমর্থকরা মার্চ করে এ দিন বসন্ত কুঞ্জ পুলিশ স্টেশনে গিয়ে অভিযোগ দায়ের করেছে৷ যদিও এবিভিপি সংগঠনের বক্তব্য, প্রায় ১৫-১৬ জন বাম সংগঠনের ছাত্ররা রাত ৩টে নাগাদ হামলা চালায়৷
#নয়াদিল্লি: ভোটের রেজাল্ট বেরতেই মারপিট শুরু হয়ে গিয়েছে ভারতের ঐতিহ্যবাহী জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে৷ সোমবার সকালে তুমুল সংঘর্ষ বাঁধে বিজেপি-র ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP) ও বাম ছাত্র সংগঠনগুলির মধ্যে৷ প্রথমে হামলার অভিযোগ উঠছে ABVP-র সমর্থকদের বিরুদ্ধে৷
JNU मे कम्यूनिस्टों ने खूनी खेल किया शुरु। अभी दस से अधिक ABVP के कार्यकर्ता एवं सामान्य छात्रों को इन नक्सली गुंडों ने मारा है। सभी घायलों को सफदरजंग अस्पताल पंहुचा दिया गया है।कैम्पस में भय का वातावरण।जब देश की राजधानी में इनका यह हाल है तो अन्य जगह क्या होगा? #RedTerrorinJNU pic.twitter.com/CRU9DF7j7w
— Saurabh Sharma JNU (@SaurabhJNU) September 17, 2018
advertisement
advertisement
বিশ্ববিদ্যালয়ের নয়া সভাপতি এন সাই বালাজির কথায়, 'সুতলেজ হস্টেলে রাতে দেখি কয়েকজন এবিভিপি সমর্থক হামলা চালিয়েছে৷ নতুন প্রেসিডেন্ট হিসেবে ছাত্রদের সুরক্ষার বিষয়টি দেখতে গিয়েছিলাম৷ পৌঁছেই দেখি, তুলকালাম কাণ্ড৷ সৌরভ শর্মার নেতৃত্বে একটি বিশাল দল হকি স্টিক নিয়ে ছাত্র-ছাত্রীদের বেধড়ক মারছে৷ আমায় ওরা প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছিল৷ আমাকে পিসিআর ভ্যানে তুলে মারল৷ আমার আশ্চর্য পুলিশ কন্ট্রোল রুম ভ্যানে তুলে ওরা কী ভাবে হেনস্থা করতে পারে৷ পুলিশের মদত না-থাকলে এটা সম্ভব?'
advertisement
বাম ছাত্র সংগঠনগুলির সমর্থকরা মার্চ করে এ দিন বসন্ত কুঞ্জ পুলিশ স্টেশনে গিয়ে অভিযোগ দায়ের করেছে৷ যদিও এবিভিপি সংগঠনের বক্তব্য, প্রায় ১৫-১৬ জন বাম সংগঠনের ছাত্ররা রাত ৩টে নাগাদ হামলা চালায়৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 17, 2018 1:04 PM IST