ভোররাতে মারপিট! রেজাল্ট বেরতেই রক্তাক্ত JNU

Last Updated:

বাম ছাত্র সংগঠনগুলির সমর্থকরা মার্চ করে এ দিন বসন্ত কুঞ্জ পুলিশ স্টেশনে গিয়ে অভিযোগ দায়ের করেছে৷ যদিও এবিভিপি সংগঠনের বক্তব্য, প্রায় ১৫-১৬ জন বাম সংগঠনের ছাত্ররা রাত ৩টে নাগাদ হামলা চালায়৷

#নয়াদিল্লি: ভোটের রেজাল্ট বেরতেই মারপিট শুরু হয়ে গিয়েছে ভারতের ঐতিহ্যবাহী জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে৷ সোমবার সকালে তুমুল সংঘর্ষ বাঁধে বিজেপি-র ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP) ও বাম ছাত্র সংগঠনগুলির মধ্যে৷ প্রথমে হামলার অভিযোগ উঠছে ABVP-র সমর্থকদের বিরুদ্ধে৷
advertisement
advertisement
বিশ্ববিদ্যালয়ের নয়া সভাপতি এন সাই বালাজির কথায়, 'সুতলেজ হস্টেলে রাতে দেখি কয়েকজন এবিভিপি সমর্থক হামলা চালিয়েছে৷ নতুন প্রেসিডেন্ট হিসেবে ছাত্রদের সুরক্ষার বিষয়টি দেখতে গিয়েছিলাম৷ পৌঁছেই দেখি, তুলকালাম কাণ্ড৷ সৌরভ শর্মার নেতৃত্বে একটি বিশাল দল হকি স্টিক নিয়ে ছাত্র-ছাত্রীদের বেধড়ক মারছে৷ আমায় ওরা প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছিল৷ আমাকে পিসিআর ভ্যানে তুলে মারল৷ আমার আশ্চর্য পুলিশ কন্ট্রোল রুম ভ্যানে তুলে ওরা কী ভাবে হেনস্থা করতে পারে৷ পুলিশের মদত না-থাকলে এটা সম্ভব?'
advertisement
বাম ছাত্র সংগঠনগুলির সমর্থকরা মার্চ করে এ দিন বসন্ত কুঞ্জ পুলিশ স্টেশনে গিয়ে অভিযোগ দায়ের করেছে৷ যদিও এবিভিপি সংগঠনের বক্তব্য, প্রায় ১৫-১৬ জন বাম সংগঠনের ছাত্ররা রাত ৩টে নাগাদ হামলা চালায়৷
বাংলা খবর/ খবর/দেশ/
ভোররাতে মারপিট! রেজাল্ট বেরতেই রক্তাক্ত JNU
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement