চোখের সামনে দুই বাঘের তুলকালাম লড়াই, হাঁ হয়ে দেখলেন পর্যটকরা

Last Updated:

প্রচণ্ড গর্জন করতে করতে একে অন্যের উপর ঝাঁপিয়ে পড়ে । কিছুক্ষণ এই ভয়ঙ্কর লড়াই চলতে থাকে ।

#নয়াদিল্লি: এ দেশের জাতীয় পশু বাঘ । সৌন্দর্য্য, তেজ, দাপট আর ক্ষমতার সাবলীল মিশ্রণ এই প্রাণীটি । কিন্তু চিড়িয়াখানার বদ্ধ গণ্ডীর মধ্যে বাঘ দেখা আর খোলা জঙ্গলে, স্বাভাবিক বাসস্থানের মধ্যে বাঘ চাক্ষুস করার মধ্যে অনেক পার্থক্য রয়েছে । আর সে কারণেই পশুপ্রেমীদের মধ্যে বিভিন্ন ব্যঘ্র প্রকল্প বা অভয়ারণ্য বা সুন্দরবনের জনপ্রিয়তা তুঙ্গে থাকে। অনেকেই জঙ্গল সাফারি করেন জঙ্গলের মধ্যে মুক্ত বন্যপ্রাণীদের চোখের সামনে দেখার তাগিদে ।
তেমনই একটি অভয়ারণ্যে দু’টি বাঘের ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় । ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার পারভিন কাসওয়ান ভিডিওটি শেয়ার করেছেন ট্যুইটারে । সেই ভিডিও যতটা সুন্দর, ততই ভয়ঙ্কর । দু’টি পূর্ণবয়ষ্ক বাঘ জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিল । হঠাৎই একটি বাঘ নিজের পথ বদল করে অন্য বাঘটির রাস্তায় চলে আসে এবং অতর্কিতে হামলা করে সেই বাঘটির উপর । প্রচণ্ড গর্জন করতে করতে একে অন্যের উপর ঝাঁপিয়ে পড়ে । কিছুক্ষণ এই লড়াই চলতে থাকে । শেষ পর্যন্ত একে অপরকে পাশ কাটিয়ে চলে যায় ।
advertisement
advertisement
পুরো ঘটনাটি খুব কাছ থেকেই চাক্ষুস করেন পর্যটকরা । এমনকি সামনেই পর্যটকদের একটি গাড়িও দেখা গিয়েছে । তবে বাঘ দু’টির ভ্রূক্ষেপ নেই সে দিকে ।
বাংলা খবর/ খবর/দেশ/
চোখের সামনে দুই বাঘের তুলকালাম লড়াই, হাঁ হয়ে দেখলেন পর্যটকরা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement