• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • চোখের সামনে দুই বাঘের তুলকালাম লড়াই, হাঁ হয়ে দেখলেন পর্যটকরা

চোখের সামনে দুই বাঘের তুলকালাম লড়াই, হাঁ হয়ে দেখলেন পর্যটকরা

 প্রচণ্ড গর্জন করতে করতে একে অন্যের উপর ঝাঁপিয়ে পড়ে । কিছুক্ষণ এই ভয়ঙ্কর লড়াই চলতে থাকে ।

প্রচণ্ড গর্জন করতে করতে একে অন্যের উপর ঝাঁপিয়ে পড়ে । কিছুক্ষণ এই ভয়ঙ্কর লড়াই চলতে থাকে ।

প্রচণ্ড গর্জন করতে করতে একে অন্যের উপর ঝাঁপিয়ে পড়ে । কিছুক্ষণ এই ভয়ঙ্কর লড়াই চলতে থাকে ।

 • Share this:

  #নয়াদিল্লি: এ দেশের জাতীয় পশু বাঘ । সৌন্দর্য্য, তেজ, দাপট আর ক্ষমতার সাবলীল মিশ্রণ এই প্রাণীটি । কিন্তু চিড়িয়াখানার বদ্ধ গণ্ডীর মধ্যে বাঘ দেখা আর খোলা জঙ্গলে, স্বাভাবিক বাসস্থানের মধ্যে বাঘ চাক্ষুস করার মধ্যে অনেক পার্থক্য রয়েছে । আর সে কারণেই পশুপ্রেমীদের মধ্যে বিভিন্ন ব্যঘ্র প্রকল্প বা অভয়ারণ্য বা সুন্দরবনের জনপ্রিয়তা তুঙ্গে থাকে। অনেকেই জঙ্গল সাফারি করেন জঙ্গলের মধ্যে মুক্ত বন্যপ্রাণীদের চোখের সামনে দেখার তাগিদে ।

  তেমনই একটি অভয়ারণ্যে দু’টি বাঘের ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় । ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার পারভিন কাসওয়ান ভিডিওটি শেয়ার করেছেন ট্যুইটারে । সেই ভিডিও যতটা সুন্দর, ততই ভয়ঙ্কর । দু’টি পূর্ণবয়ষ্ক বাঘ জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিল । হঠাৎই একটি বাঘ নিজের পথ বদল করে অন্য বাঘটির রাস্তায় চলে আসে এবং অতর্কিতে হামলা করে সেই বাঘটির উপর । প্রচণ্ড গর্জন করতে করতে একে অন্যের উপর ঝাঁপিয়ে পড়ে । কিছুক্ষণ এই লড়াই চলতে থাকে । শেষ পর্যন্ত একে অপরকে পাশ কাটিয়ে চলে যায় ।

  পুরো ঘটনাটি খুব কাছ থেকেই চাক্ষুস করেন পর্যটকরা । এমনকি সামনেই পর্যটকদের একটি গাড়িও দেখা গিয়েছে । তবে বাঘ দু’টির ভ্রূক্ষেপ নেই সে দিকে ।

  Published by:Simli Raha
  First published: