Citizenship Amendment Bill: ‘ভারতীয় সংবিধানে কালো দিন’, CAB পাসের পর মন্তব্য সনিয়ার
- Published by:Elina Datta
- news18 bangla
Last Updated:
#নয়াদিল্লি: নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে অশান্ত দেশ, উত্তাল উত্তর-পূর্বাঞ্চল। জ্বলছে অসম-ত্রিপুরা ৷ তারই মধ্যে রাজ্যসভায় পাস নাগরিকত্ব সংশোধনী বিল ৷ সোমবার লোকসভায় পাসের পর এদিন রাজ্যসভাতেই পাস নাগরিকত্ব সংশোধনী বিল ৷ বিলের পক্ষে ভোট পড়েছে ১২৫, বিপক্ষে ১০৫টি ভোট ৷ বিল পাস হওয়ার পর কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধি জানিয়েছেন, দিনটি ভারতের সংবিধানের ইতিহাসে একটি কালো দিন।
সনিয়া গান্ধি বলেন, ‘আজ ভারতীয় সংবিধানে কালো দিন ৷ রাজ্যসভায় পাস নাগরিকত্ব সংশোধনী বিল ৷’ CAB বিতর্কে বলতে উঠে এদিন কপিল সিব্বল, গুলাম নবি আজাদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ প্রধানমন্ত্রীকেও তীব্র আক্রমণ করেন ৷
advertisement
সংসদের অন্দরে-বাইরে CAB নিয়ে কড়া প্রশ্নের মুখে শাহ-মোদি জুটি ৷ বিরোধীদের তীব্র আক্রমণ সত্ত্বেও শেষ হাসি স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে ৷ ৮ ঘণ্টা রাজ্যসভায় বিতর্ক-বাদানুবাদ-প্রশ্নোত্তরের পর রাজ্যসভাতেও পাস হয়ে যায় নাগরিক সংশোধনী বিল ৷
advertisement
রাজ্যসভায় মোট আসন ২৪৫। ফাঁকা ছিল পাঁচটি আসন। ফলে বিল পাস করাতে বিজেপির দরকার ছিল ১২১। এর মধ্যে রাজ্যসভায় বিজেপির সাংসদ ৮৩।
বিলটি সিলেক্ট কমিটিতে পাঠানো হবে কি না, তা নিয়ে ভোটাভুটি হয়৷ রাজ্যসভার ভোটাভুটিতে বিলটি সিলেক্ট কমিটিতে না পাঠানোর পক্ষে ভোট পড়ে বেশি৷ প্রস্তাবের পক্ষে ছিলেন ৯৯, বিপক্ষে ১ জন ও ১২৪ জন সিলেক্ট কমিটিতে না পাঠানোর পক্ষে ভোট দেন৷ খারিজ হয়ে যায় তৃণমূল কংগ্রেসের আনা সংশোধনীও৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 11, 2019 9:47 PM IST