UP’s First Glass Skywalk: রামের ধনুকের আদলে তৈরি চিত্রকূটের স্কাইওয়াক, উত্তরপ্রদেশে নতুন পর্যটন আকর্ষণ
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
UP’s First Glass Skywalk: উত্তরপ্রদেশের চিত্রকূটে ঝর্নার উপর শিগগিরই খুলছে রাজ্যের প্রথম কাচের স্কাইওয়াক ব্রিজ। প্রায় ৩.৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতুটি। শুধু আধুনিক প্রকৌশলের নিদর্শন নয়, বরং এটি রামের ধনুক ও তীরের আদলে গঠিত।
উত্তরপ্রদেশ: উত্তরপ্রদেশের চিত্রকূটে ঝর্নার উপর শিগগিরই খুলছে রাজ্যের প্রথম কাচের স্কাইওয়াক ব্রিজ। প্রায় ৩.৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতুটি। শুধু আধুনিক প্রকৌশলের নিদর্শন নয়, বরং এটি রামের ধনুক ও তীরের আদলে গঠিত। সকলের মতে চিত্রকূটের আধ্যাত্মিক ঐতিহ্যের প্রতীক এই সেতু।
চিত্রকূট, যেখানে রাম, সীতা ও লক্ষ্মণ বনবাসের বহু বছর কাটিয়েছিলেন বলে বিশ্বাস করা হয়, সেই ভূমিতেই তৈরি হয়েছে এই নতুন আকর্ষণ। রাজগিরের কাচের সেতু থেকে অনুপ্রাণিত এই প্রকল্প চিত্রকূটকে এক অনন্য ধর্মভিত্তিক ইকো-ট্যুরিজম কেন্দ্র হিসেবে গড়ে তুলবে বলে প্রশাসনের আশা।
advertisement
advertisement
চিত্রকূটের বনবিভাগের আধিকারিক এস.কে. চৌধুরী বলেন, “এই কাচের ডেকে দাঁড়িয়ে দর্শনার্থীরা অনুভব করবেন যেন তারা ঝর্নার ওপরে ভেসে আছেন — একইসঙ্গে রোমাঞ্চকর ও শান্ত এক অভিজ্ঞতা।”
প্রকল্পটির মাধ্যমে রাজ্য সরকার শুধু দর্শনীয় স্থানই নয়, বরং আধ্যাত্মিকতা, প্রকৃতি ও আধুনিকতার মেলবন্ধন ঘটাতে চায় — একেবারে রামের ধনুকের মতই, শক্তি, নির্ভুলতা ও ঐশ্বর্যের প্রতীক হিসেবে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 27, 2025 2:09 PM IST

