গোটা ভোট মরশুম গর্জালেন, চিরাগ পাসোয়ান বর্ষালেন অতি অল্প, ঝুলিতে মাত্র ১ আসন

Last Updated:

সব দেখে শুনে রাজনৈতিক পর্যবেক্ষকদের টিপ্পনী, চিরাগ গর্জালেন বটে, বর্ষালেন না।

#পটনা: গোটা ভোট মরসুম গর্জালেন,চিরাগ পাসোয়ান বর্ষালেন অতি অল্প, এলজিপির ঝুলিতে মাত্র ১ আসন তিনি বলেছিলেন জেডিইউ-এর থেকে বেশি আসন পাবে তাঁর দল। তিনি নীতীশ কুমারকে জেলে পাঠানোর হুমকিও দিয়েছিলেন। কিন্তু দিনের শেষে রইল পড়ে পেনসিল। একটি আসন নিয়েই বিধানসভা নির্বাচনের ইনিংস শেষ করতে হল এলজিপিকে।
বিহারে ভোটের চাকা সবে তখন গড়িয়েছে। রামবিলাস পাসোয়ান অসুস্থ হতেই স্টিয়ারিংয়ে বসেন চিরাগ। চিরাগ আসার পর থেকেই একের পর এক বোমা ফাটিয়েছেন। বাবাকে অসম্মান করেছেন নীতীশ কুমার, এই অভিযোগে নীতীশ বিরোধিতা শুরু করেন তিনি। জে পি নড্ডাকে চিঠি দিয়ে তিনি জানান, এনডিএ ছাড়ার কার্যকারণ।
তারপর থেকেই নানা তত্ত্ব চিরাগ সামনে আনতে থাকেন। দুর্নীতি অস্ত্রে বিঁধতে থাকেন নীতীশের দলকে। জনসভায় বলেন, পট পরিবর্তন হলে নীতীশকে জেলে পাঠাবেন দু্র্নীতির কারণে।
advertisement
advertisement
তবে ড্যামেজ কন্ট্রোলের ব্যবস্থা রেখেছিল এনডিএ। এলজিপির দলিত তাসের ঘর ভাঙতে নীতিশরা সঙ্গে রেখেছিলেন মহাদলিত নেতা জিতনরাম মাঝির দল হিন্দুস্থান আওয়ামি মোর্চাকে। নীতিশের দল বিলক্ষণ জানতেন, জিতনরাম মাঝির হাতে দলিত ভোটের একটা বড় অস্ত্র রয়েছে। সেই অস্ত্রই ঘায়েল করেছে চিরাগকে। জেডিউকে পাল্লা দেওয়া তো দূরে থাক, বিহারে প্রায় চিহ্ন না থাকা বামেরাও কয়েক গুণ ভালো ফল করতে চলেছে বিহারে। সব দেখে শুনে রাজনৈতিক পর্যবেক্ষকদের টিপ্পনী, চিরাগ গর্জালেন বটে, বর্ষালেন না।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
গোটা ভোট মরশুম গর্জালেন, চিরাগ পাসোয়ান বর্ষালেন অতি অল্প, ঝুলিতে মাত্র ১ আসন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement