LAC-র অদূরেই চিনা ফাইটার জেট 

Last Updated:

অরুণাচল থেকে ১৫০ কিমি দুরে চিনা ফাইটার জেট। ম্যাক্সারের স্যাটেলাইটে ধরা পড়ল ছবি। সেই ছবি আমাদের হাতে।

Photo Courtesy: Maxar
Photo Courtesy: Maxar
ইলমাজ সৈয়দ, কলকাতা: ম্যাক্সার স্যাটেলাইটে ধরা পড়ল চিনা এয়ারবেসের তৎপরতার ছবি। তিব্বতে থাকা চিনের তিনটি ছবিতে স্পষ্ট চিনা বায়ুসেনার তৎপরতা। অরুণাচল থেকে মাত্র ১৫০ কিমি দূরে চিনা ফাইটার জেট ।
স্যাটেলাইট ছবি মূলত চিনের তিনটে এয়ারবেসের । চাংদু বাংদা এয়ারবেস, শিগাস্তে এয়ারবেস এবং লাসা গোঙ্গার এয়ারবেস। এর মধ্যে চাংদু বাংদা এয়ারবেস অরুণাচল থেকে মাত্র ১৫০ কিমি দুরে। আর সেই এয়ারবেসের রয়েছে চিনের WZ 7 সোরিং ড্রাগন ফাইটার জেট । পাশাপাশি চাংদু বাংদা এয়ারবেসে চিনা তৈরি সুখোই জেটের আর এক ভ্যারিয়েন্ট, ফ্ল্যাঙ্কার জেট ।
advertisement
শিগাস্তে এয়ারবেসেও দেখা যাচ্ছে টারম্যাকে দাঁড়িয়ে রয়েছে ১০টি ফ্ল্যাঙ্কার জেট । এই এয়ারবেসেও চিনা তৎপরতা তুঙ্গে।  রয়েছে ১টি KJ500 কন্ট্রোল এয়ারক্রাফ্ট। পাশাপাশি এই শিগাস্তেই রয়েছে চিনা সেনার UAV  বা ড্রোন । যুদ্ধে এই UAV আকাশে সেনার চোখ ও কানের কাজ করে।
advertisement
advertisement
লাসা গোঙ্গার এয়ারবেসে দেখা যাচ্ছে ৪ টি J10 জেট । চিনে তৈরি এই J10 জেট সম্প্রতি কালে পাকিস্তানে রফতানি করে চিন । পাশাপাশি ছবিতে স্পষ্ট গোঙ্গার এয়ারবেসে রানওয়ে বাড়ানোর কাজও করছে চিনা সেনা ।
প্রাক্তন ভারতীয় বায়ুসেনা কর্মী গ্রুপ ক্যাপ্টেন আর কে দাসের মতামত, ভারত-চিন সীমান্তের কাছে চিনা বায়ুসেনার তৎপরতা বুঝিয়ে দিচ্ছে বেজিং তৈরি হচ্ছে । যদিও সেনা বিশেষজ্ঞদের মতে চিন অন্য যে কোনও সেনার মতো নিজেদের প্রস্তুত রাখছে। এতে উদ্বেগের কোনও কারণ নেই ।
advertisement
সাম্প্রতিক কালে ডিসেম্বরে তাওয়াংয়ের ঘটনার পর ভারতীয় বায়ুসেনাও ওই এলাকায় মহড়া করে। যদিও সেনা সূত্রে খবর, এই মহড়ার সঙ্গে তাওয়াংয়ের ঘটনার কোনও যোগ নেই । এটা পূর্ব পরিকল্পিত।
৯ ডিসেম্বর তাওয়াং সেক্টরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। LAC পার করে চিনা সেনা। তাদের আটকে ফেরত পাঠাত ভারতীয় সেনা। এই উত্তেজনায় আহত হন দু’পক্ষের বেশ কয়েকজন জওয়ান । তারই মাঝে অরুণাচল থেকে ১৫০ কিমি দুরে চিনা বায়ুসেনার তৎপরতা কী উদ্বেগ বাড়াচ্ছে না? প্রশ্ন বিভিন্ন মহলে।
বাংলা খবর/ খবর/দেশ/
LAC-র অদূরেই চিনা ফাইটার জেট 
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement