চিনা অ্যাপ নিষিদ্ধ করার সিদ্ধান্ত 'ডিজিটাল স্ট্রাইক', বললেন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী

Last Updated:

পশ্চিমবঙ্গে বিজেপি-র একটি কর্মসূচিতে যোগ দিতে এসেছেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশংকর প্রসাদ৷ সংবাদ সংস্থাকে মন্ত্রী বলেন, 'ভারত শান্তির পক্ষে৷ কিন্তু কেউ যদি কুদৃষ্টিতে তাকায়, আমরা যোগ্য জবাব দেব৷'

#নয়াদিল্লি: ভারত-চিন উত্তপ্ত পরিস্থিতিতে TikTok-সহ ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ করার সিদ্ধান্তকে লাদাখের বদলা হিসেবে চিনের উপর ভারতের 'ডিজিটাল স্ট্রাইক' আখ্যা দিলেন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশংকর প্রসাদ৷ বৃহস্পতিবার মন্ত্রী বললেন, 'দেশের মানুষের ডেটা সুরক্ষিত করতে আমরা চিনা অ্যাপ ব্যান করেছি৷ এটা ডিজিটাল স্ট্রাইক ছিল৷'
পশ্চিমবঙ্গে বিজেপি-র একটি কর্মসূচিতে যোগ দিতে এসেছেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশংকর প্রসাদ৷ সংবাদ সংস্থাকে মন্ত্রী বলেন, 'ভারত শান্তির পক্ষে৷ কিন্তু কেউ যদি কুদৃষ্টিতে তাকায়, আমরা যোগ্য জবাব দেব৷'
সীমান্তে উত্তেজনার মধ্যেই চিনকে ডিজিটাল প্রত্যাঘাত করেছে ভারত। টিকটক, শেয়ার ইট, ইউসি ব্রাউজারের মতো ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ করেছে মোদি সরকার। দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার ক্ষেত্রে বিপজ্জনক হওয়ায় চিনা অ্যাপগুলি নিষিদ্ধ করা হয়েছে। তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কংর প্রসাদ ট্যুইটে জানান, এই অ্যাপগুলি সম্পর্কে একাধিক সতর্কবার্তা দেওয়া হয়েছিল ৷ ডেটা সিকিউরিটি ও প্রাইভেসির জন্য অত্যন্ত বিপজ্জনক এই অ্যাপ ৷ তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
চিনা অ্যাপ নিষিদ্ধ করার সিদ্ধান্ত 'ডিজিটাল স্ট্রাইক', বললেন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement