সীমান্তে শান্তি লঙ্ঘন করছে চিন, বলল ভারতীয় বিদেশ মন্ত্রক

Last Updated:

এই কারণেই পূর্ব লাদাখে অচলাবস্থা চলছে দীর্ঘদিন ধরে।

#নয়াদিল্লি : ভারত এবং চিনের মধ্যে লাদাখ নিয়ে বিরোধ চলছে চলতি বছরের মাঝামাঝি থেকেই। এবার এ বিষয়ে চিনকে দোষারোপ করে ভারত বলল, দ্বিপাক্ষিক চুক্তি মেনে চলছে না চিন। আর এই কারণেই পূর্ব লাদাখে অচলাবস্থা চলছে দীর্ঘদিন ধরে।
ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, “গত ছয় মাস ধরে আমরা যে পরিস্থিতি দেখছি, তা চিনের কার্যকলাপেরই ফল। পূর্ব লাদাখের লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল-এ ওরা একতরফা পরিবর্তন চায়।”
তিনি আরও বলেন যে, “চিনের এই কার্যকলাপ দ্বিপাক্ষিক চুক্তি এবং ইন্দো-চিন সীমান্তবর্তী এলাকায় শান্তি রক্ষার বিরোধী।”
advertisement
এর আগে চিনের বিদেশ মন্ত্রকের তরফ থেকেই ভারতকে দোষারোপ করা হয়েছিল। এ বিষয়ে প্রশ্নের উত্তর দিতে গিয়েই শ্রীবাস্তব একথা বলেছেন।তাঁর ভাষায়, “মূল বিষয় হল, ভারত এবং চিন, দু’তরফ থেকেই দ্বিপাক্ষিক চুক্তি এবং প্রটোকল কঠোর ভাবে মেনে চলা উচিত। এর মধ্যে পড়ছে ১৯৯৩ এবং ১৯৯৬ সালে হওয়া শান্তিচুক্তি, যাতে স্পষ্ট রয়েছে বর্ডার এলাকায় শান্তি বজায় রাখার ইস্যু। এই চুক্তি অনুযায়ি, লাইন অফ অ্যাকচুয়াল কনট্রোল-এর মর্যাদা বজায় রেখে এই এলাকায় কোনও পক্ষেরই সেনাবাহিনী নিয়ে আসা উচিত নয়।”
advertisement
গত জুন মাস থেকেই এলএসি বর্ডার এলাকায় চলছে দু’পক্ষের লড়াই। চিনের সৈন্যদের আক্রমণে প্রাণ হারায় ২০ জন ভারতীয় জওয়ান। ভারতীয় কর্মকর্তারা সে সময় বলেছেন, চিনের সৈন্যদল বর্ডারের প্রত্যন্ত উপত্যকা অঞ্চলে অনুপ্রবেশ করেছে। অন্যদিকে চিনের তরফ থেকে বলা হয়, ভারতীয় সেনারা চিনের সৈন্যদের উত্তেজিত করেছে।
এরপর থেকে, এই দুই প্রতিবেশী দেশ, লাদাখে এবং চিনের তিব্বত সীমান্তে কয়েক হাজার সেনা মোতায়েন করেছে। ফলে সংঘাতের ঝুঁকি রয়েই গিয়েছে।
advertisement
Antara Dey
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
সীমান্তে শান্তি লঙ্ঘন করছে চিন, বলল ভারতীয় বিদেশ মন্ত্রক
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement