ডোকলাম বিবাদ নিয়ে ফের উত্তেজনা, নতুন করে রাস্তা তৈরি করছে চিন

Last Updated:

ডোকলাম ইস্যুতে ফের ভারত-চিন টানাপোড়েন। সিকিম সীমান্তের কাছে এক হাজার চিনা সেনা জড়ো হয়েছে বলে খবর।

#নয়াদিল্লি: ডোকলাম ইস্যুতে ফের ভারত-চিন টানাপোড়েন। সিকিম সীমান্তের কাছে এক হাজার চিনা সেনা জড়ো হয়েছে বলে খবর। কিছুদিন শান্ত থাকার পর ফের ডোকলাম নিয়ে পারদ চড়ছে দুই দেশের মধ্যে। ভুটান ও ভারত সীমান্তের ওই এলাকায় রাস্তা তৈরির কাজ শুরু করেছে চিনা সেনা। জবাব দিতে তৈরি ভারতীয় সেনাও। ২৮ অগাস্ট ডোকলাম থেকে সেনা সরানোর সিদ্ধান্ত নেয় ভারত ও চিন।
বেশ কয়েকদিন ধরেই ভারত ও চিনের মধ্যে রাস্তা তৈরি নিয়ে দুই দেশের মধ্যে অচলাবস্থা চলছিল ৷ ভারত, ভুটান ও চিনের মধ্যবর্তী সীমান্তে ডোকা লা এলাকায় ঢুকে পড়েছে চিনা আর্মি ৷ জানা গিয়েছে, সেখানে রাস্তার তৈরির কাজও শুরু করে দিয়েছে চিন ৷ সেই কাজে দিল্লি ও থিম্পু বাধা দিতেই সমস্যার সূত্রপাত ৷ এরপর থেকেই দু’দেশের মধ্যে উত্তেজনার পারদ চড়তে ছেকেছে ৷ দুই দেশের তরফেই ওই এলাকায় উল্লেখযোগ্যভাবে সেনা মোতায়ন বাড়ানো হয়েছিল ৷
advertisement
এরপর দুই দেশ সেনা প্রত্যাহার করে নেওয়ায় দুই দেশের মধ্যে ঝামেলার নিষ্পত্তি হয়েছে ৷ তবে ফের সেই অচলাবস্থার স্থল থেকে ১০ কিমি দূরে চিন রাস্তার তৈরির কাজ শুরু করে দিয়েছে ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ডোকলাম বিবাদ নিয়ে ফের উত্তেজনা, নতুন করে রাস্তা তৈরি করছে চিন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement