নয়া এফডিআই নীতিতে ক্ষুব্ধ চিন, দক্ষিণ কোরিয়াকে কিটের বরাত দিল ভারত
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
চিনা দূতাবাসের মুখপাত্রের মতে, ভারতের এই সিদ্ধান্ত মুক্ত বাণিজ্যের পরিপন্থী৷
#নয়াদিল্লি: করোনার ধাক্কায় আর্থিক মন্দার সুযোগ নিয়ে ভারতীয় সংস্থাগুলির উপর দখলদারি বাড়তে পারে চিনা সংস্থাগুলি৷ এই আশঙ্কা থেকেই সীমান্ত লাগোয়া দেশগুলির ক্ষেত্রে এফডিআই নীতি সংশোধন করেছে কেন্দ্রীয় সরকার৷ নতুন নিয়ম অনুযায়ী, ভারতের সঙ্গে স্থলসীমান্ত রয়েছে এমন দেশগুলির কোনও প্রতিষ্ঠান বা ব্যক্তি ভারতীয় সংস্থায় বিনিয়োগ করতে গেলে কেন্দ্রের অনুমতি নেওয়া বাধ্যতামূলক৷
ভারতের এই নতুন এফডিআই নীতির সমালোচনা করল চিন৷ চিনা দূতাবাসের মুখপাত্রের মতে, ভারতের এই সিদ্ধান্ত মুক্ত বাণিজ্যের পরিপন্থী৷ শুধু তাই নয়, জি ২০ সদস্য দেশগুলির মধ্যে বিনিয়োগের জন্য যে নিরপেক্ষ এবং স্বচ্ছ পরিবেশ তৈরির কথা বলা হয়েছিল, তারও বিরোধী৷ এর ফলে বিনিয়োগের ক্ষেত্রে অতিরিক্ত প্রতিবন্ধকতা তৈরি হবে বলেও অভিযোগ করেছেন ওই চিনা মুখপাত্র৷
advertisement
টুইটারে ভারতে চিনা দূতাবাসের মুখপাত্র জি রং লিখেছেন, 'চিনের বিনিয়োগ ভারতীয় সংস্থাগুলির উন্নয়নে সাহায্য করে, নতুন কর্মসংস্থান তৈরি করে যার ফলে দু' তরফেই নতুন সুযোগ সষ্টি হয়৷ আমাদের সংস্থাগুলি ভারতে করোনা মহামারি মোকাবিলায় সহযোগিতা করছে৷ আশা করি ভারতে তাদের এই পক্ষপাতমূলক সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে এবং বিনিয়োগের জন্য মুক্ত ও স্বচ্ছ পরিবেশ তৈরি করায় সাহায্য করবে৷'
advertisement
advertisement
এই পরিস্থিতিতে করোনা পরীক্ষার জন্য দক্ষিণ কোরিয়া থেকে ৫ লক্ষ কিট কেনার বরাত দিয়েছে ভারত৷ এতদিন চিন থেকে এই কিট কেনা হচ্ছিল৷ আগামী ৩০ এপ্রিল থেকে ধাপে ধাপে দক্ষিণ কোরিয়া থেকে এই কিটগুলি ভারতে এসে পৌঁছবে৷ কেন্দ্রের তরফে এই কিট বিভিন্ন রাজ্যে সরবরাহ করা হবে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 20, 2020 4:06 PM IST