জল্লিকাট্টুর দাবিতে বিক্ষোভে উত্তাল চেন্নাই, অর্ডিন্যান্সের দাবিতে আজ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন পনীরসেলভম

Last Updated:

প্রায় ৩৬ ঘণ্টা কেটে গিয়েছে ৷ এখনও অশান্ত তামিল নাড়ু ৷ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পনীরসেলভম ৷

#চেন্নাই: জালিকট্টু নিষিদ্ধ করায় উত্তপ্ত হয়ে উঠল তামিলনাড়ু ৷ শীর্ষ আদালতের রায়ের বিরুদ্ধে রাস্তায় নামলেন তামিলনাড়ুর মানুষ৷ পোঙ্গালে তাঁদের রীতি, মোষকে জড়িয়ে ধরে বাগে আনতে না পেরে ক্ষোভে ফুঁসছে রাজ্যের অধিকাংশ বাসিন্দা। নতুন করে তার বহিপ্রকাশ হল মঙ্গলবার রাত থেকে।
শহরের মেরিনা বিচে মঙ্গলবার রাতেই জড়ো হয়েছিলেন অসংখ্য মানুষ যার মধ্যে অধিকাংশই যুব সমাজ। জল্লিকাট্টুর হয়ে এবং পেটার বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। তাঁদের শান্ত করার জন্য পুলিশের তরফ থেকে উদ্যোগ নেওয়া হলেও তাতে কোনও কাজ হয়নি। বিক্ষোভ বাড়ে আরও ৷ তাঁদের দাবি জল্লিকাট্টু নিয়ে তামিলনাড়ু সরকারের অবস্থান স্পষ্ট করতে হবে মুখ্যমন্ত্রী পনিরসেলভামকে।
advertisement
প্রায় ৩৬ ঘণ্টা কেটে গিয়েছে ৷ এখনও অশান্ত তামিল নাড়ু ৷ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পনীরসেলভম ৷ মুখ্যমন্ত্রী জানিয়েছেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে জাল্লিকাট্টু নিয়ে অর্ডিন্যান্সের দাবি জানাবেন তিনি ৷
advertisement
সুত্রের খবর, কেন্দ্রীয় সরকার এই বিষয়ে সুর নরম করতে পারে তবে সুর্প্রিম কোর্টের চূড়ান্ত নির্দেশের জন্য অপেক্ষা করবেন ৷
advertisement
গতকাল মেরিনা বিচে প্রায় ১০,০০০ ছাত্র জমা হয়েছিলেন ৷ তাদের মধ্যে ১৪জনকে পুলিশ পনীরসেলভমের বাসভবনে নিয়ে যাওয়া হয়েছিল ৷ ১০ মিনিটের বৈঠক হয় ৷ কিন্তু বাইরে বেড়িয়ে ছাত্ররা এই বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হয়নি ৷
বিক্ষোভকারীরা জানিয়েছেন, তারা বিক্ষোভ চালিয়ে যাবেন যতক্ষণ না কেন্দ্রের তরফে এই বিষয়ে কোনও সিদ্ধান্ত না নেওয়া হয় ৷ তারা জানিয়েছেন জালিকট্টু তাদের সংস্কৃতির একটি অংশ ৷ আর তাই তারা কাউকে তা বন্ধ করতে দেবে না ৷
advertisement
মঙ্গলবার রাতের পর বুধবার সকালেও উত্তপ্ত থাকে মেরিনা বিচ সংলগ্ন এলাকা। ক্লাস বাঙ্ক করে সেই বিক্ষোভে যোগ দেন কলেজ পড়ুয়ারা। তামিল সিনেমা জগতের অভিনেতাদেরও এই বিক্ষোভে অংশ নিতে দেখা গিয়েছে। চেন্নাইয়ের পাশাপাশি রাজ্যের বাকি শহর মাদুরাই, ত্রিচি, সালেম, কোয়েম্বাটুরেও বিক্ষোভ চলছে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
জল্লিকাট্টুর দাবিতে বিক্ষোভে উত্তাল চেন্নাই, অর্ডিন্যান্সের দাবিতে আজ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন পনীরসেলভম
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement