#শ্রীনগর: রবিবার জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি কাঠুয়া গণধর্ষণ কাণ্ডে অভিযুক্ত দুই বিজেপি মন্ত্রীর ইস্তফা গ্রহণ করলেন ৷
দুই মন্ত্রীর ইস্তফাপত্র পাঠিয়ে দেন জম্মু-কাশ্মীরের রাজ্যপালের কাছে ৷ কাঠুয়া গণধর্ষণের ঘটনা সামনে আসতেই মুখ্য়মন্ত্রী মেহবুবা মুফতি প্রকাশ্যে উষ্মা প্রকাশ করে বলেছেন, দোষীদের কোনও ভাবেই রেয়াত করবেন না তিনি ৷
আরও পড়ুন : ফের গণধর্ষণে উত্তপ্ত উন্নাও, অভিযুক্ত কাউন্সিলর
১৭ জানুয়ারি ৮ বছরের এক শিশুকে আটকে রেখে ৭ দিন ধরে লাগাতার গণধর্ষণ করে মাথা থেঁতলে খুন করে ৷ শিশুটির বাড়ির সামনে মৃতদেহ ফেলে পালিয়ে যায় দুষ্কৃতিরা ৷ ঘটনার প্রতিবাদে সারা দেশের সঙ্গে রাষ্ট্রসংঘও ঘটনার তীব্র নিন্দা করায় ৷ চাপে পড়ে শেষ মেষ মন্ত্রীত্ব থেকে পদত্যাগ করে ৷ অভিযুক্ত দুই বিজেপি মন্ত্রী ৷
আরও পড়ুন : মহিলার প্রতি অশালীন আচরণ করে গ্রেফতার অভিযুক্ত যুবক
ঘটনার নৃশংসতা ও ভয়াবহতা দেখে সারা দেশ চমকে গেছে রীতিমত হাড় হিম করার মত ঘটনা ৷ দোষীদের মৃত্যুদণ্ডের দাবি ওঠে ৷ মুখ্য়মন্ত্রী মেহবুবা মুফতি হাইকোর্টের প্রধান বিচারপতিকে বিশেষ ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের নির্দেশ দেন ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।