Supreme Court on Nepal Crisis: 'ভারতীয় সংবিধান আমাদের গর্ব'! নেপাল, বাংলাদেশের উদাহরণ দিয়ে বললেন প্রধান বিচারপতি
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
প্রধান বিচারপতি নেপালের প্রসঙ্গ তোলায় ১৯৭৫ সালে ভারতে জরুরি অবস্থার কথা মনে করিয়ে দেন সলিসিটর জেনারেল তুষার মেহতা৷
নেপাল, বাংলাদেশের মতো প্রতিবেশী দেশগুলির অবস্থা দেখলেই বোঝা যায় ভারতীয় সংবিধান কতটা শক্তিশালী৷ একটি মামলার শুনানি চলাকালীন এমনই মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাই৷ প্রধান বিচারপতি আরও বলেন, আমরা আমাদের সংবিধান নিয়ে গর্বিত৷
গত দু-তিন দিন ধরে যেভাবে নেপালের পরিস্থিতি যেভাবে অগ্নিগর্ভ হয়ে উঠেছে এবং প্রধানমন্ত্রী কে পি ওলি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন, তার উদাহরণ দিয়েই ভারতীয় সংবিধানের প্রশংসা করেন প্রধান বিচারপতি৷ একই সঙ্গে গত বছর বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে যে আন্দোলন এবং অস্থিরতার তৈরি হয়েছিল, তারও উদাহরণ দেন সাংবিধানিক বেঞ্চের আর এক বিচারপতি বিক্রম নাথ৷
advertisement
প্রধান বিচারপতি বলেন, ‘আমরা আমাদের সংবিধান নিয়ে গর্বিত৷ আমাদের প্রতিবেশী দেশগুলিতে কী হচ্ছে একবার দেখুন৷ আদালত রাজ্যপাল এবং রাষ্ট্রপতিদের আটকে থাকা বিলে অনুমোদন দেওয়ার জন্য সময় বেঁধে দিতে পারে কি না, সেই সংক্রান্ত মামলার শুনানির সময়ই এই মন্তব্য করেন প্রধান বিচারপতি৷’
advertisement
এই মামলায় কেন্দ্রীয় সরকারের হয়ে সওয়াল করছিলেন সলিসিটর জেনারেল তুষার মেহতা৷ প্রধান বিচারপতি নেপালের প্রসঙ্গ তোলায় ১৯৭৫ সালে ভারতে জরুরি অবস্থার কথা মনে করিয়ে দেন তুষার মেহতা৷ তুষার মেহতা বলেন, ‘যখন ইন্দিরা গান্ধি জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন, মানুষ তাঁকে এমন শিক্ষা দিয়েছিল যে তার দলই শুধু হারেনি, তিনি নিজেও পরাজিত হয়েছিলেন৷ তার বদলে যে সরকার ক্ষমতায় এল, তারাও ব্যর্থ হওয়ায় আবার সেই ইন্দিরা গান্ধিকেই মানুষ ফিরিয়ে এনেছিল৷ এটাই আমাদের সংবিধানের জোর৷ এখানে আমি কোনও রাজনীতি টানছি না৷’ প্রধান বিচারপতিও সলিসিটর জেনারেলের সঙ্গে সহমত পোষণ করে বলেন, ‘বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়েই ক্ষমতায় ফিরেছিলেন ইন্দিরা গান্ধি৷’
advertisement
সমাজমাধ্যমের উপরে নিষেধাজ্ঞার বিরোধিতা করে নেপালে পথে নেমেছে Gen Z৷ আগুন জ্বলেছে কাঠমাণ্ডু সহ দেশের বিভিন্ন প্রান্তে৷ ভাঙচুর, লুঠপাট, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে নেপালের সংসদ, সুপ্রিম কোর্ট, রাষ্ট্রপতি ভবন, প্রধানমন্ত্রীর বাসভবন সহ সরকারি দফতর এবং রাজনৈতিক নেতাদের বাড়িতে৷ আক্রান্ত হয়েছেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী থেকে শুরু করে একাধিক পদাধিকারীরা৷ পুলিশ জনতা সংঘর্ষে প্রাণ হারিয়েছেন অনেক বিক্ষোভকারী৷ আবার বিক্ষোভকারীদের বিরুদ্ধে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে৷ শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্ষমতার রাশ হাতে নিয়েছে নেপালের সেনাবাহিনী৷ তার পরেও পুরোপুরি শান্ত হয়নি নেপাল৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 10, 2025 6:51 PM IST