দাউদ করাচিতে? 'কোনও সরকারকে জবাবদিহিতে বাধ্য নই,' সটান বললেন ডন ছোটা সাকিল

Last Updated:

১৯৯৩ সালের মুম্বই ধারাবাহিক বিস্ফোরণের মাস্টার মাইন্ড দাউদ৷ ভারত একাধিকবার দাবি করেছে, ডন করাচিতেই রয়েছেন বহাল তবিয়তে৷ তাঁকে নিরাপত্তা দিচ্ছে পাকিস্তান সরকার৷ কিন্তু বারবারই তা অস্বীকার করেছে পাকিস্তান৷

#করাচি: পাকিস্তান সরকার স্বীকার করলেও দাউদ ইব্রাহিমের ডান হাত বলে পরিচিত ছোটা সাকিল সরাসরি দাউদের করাচিতে থাকার খবর উড়িয়ে দিলেন৷ এখানেই শেষ নয়, আরও একধাপ এগিয়ে ডন ছোটা সাকিলের বক্তব্য, 'দাউদের ঠিকানা নিয়ে কোনও সরকারকে উত্তর দিতে বাধ্য নই৷'
CNN-News18 কে দেওয়া একটি এক্সক্লুসিভ ইন্টারভিউয়ে D-কোম্পানির উচ্চপদস্থ সদস্য ছোটা সাকিল বললেন, করাচির আপমার্কেট ক্লিফটন এলাকায় দাউদ ইব্রাহিম বসবাস করেন, এটা প্রমাণ করা ও দেখানোর দায়িত্ব মিডিয়ার৷ মিডিয়াই তো খবর করেছে৷ আমরা কোনও সরকারকে জবাবদিহি করতে বাধ্য নই৷ 'এটা আপনাদের দায়িত্ব, আমাদের নয়৷ যখন আমরা করাচিতে নেই, ওরা কী করে দাবি করে? সোশ্যাল মিডিয়া, সংবাদমাধ্যমের এই বাড়বাড়ন্তের সময়ে আপনি যা ইচ্ছে কল্পনা করতে পারেন৷ দাউদ ইব্রাহিমের বাড়ি সম্পর্কে যা যা আপনারা খবরে দেখিয়েছেন, তা আপনাদের দায়িত্ব৷ আমাদের নয়৷ আপনি যা ইচ্ছে দেখাতেই পারেন৷'
advertisement
১৯৯৩ সালের মুম্বই ধারাবাহিক বিস্ফোরণের মাস্টার মাইন্ড দাউদ৷ ভারত একাধিকবার দাবি করেছে, ডন করাচিতেই রয়েছেন বহাল তবিয়তে৷ তাঁকে নিরাপত্তা দিচ্ছে পাকিস্তান সরকার৷ কিন্তু বারবারই তা অস্বীকার করেছে পাকিস্তান৷
advertisement
অবশেষে গত রবিবার পাকিস্তান স্বীকার করে, করাচিতে সৌদি মসজিদের কাছে হোয়াইট হাউসটি হল দাউদ ইব্রাহিমের ঠিকানা৷ দাউদের আরও দুটি ঠিকানা হল, হাউস নম্বর ৩৭, ৩০ স্ট্রিটৃডিফেন্স, হাউজিং অথরিটি, করাচি ও করাচির নূরবাদে পার্বত্য এলাকায় প্রাসাদোপম বাংলো৷
advertisement
দাউদের বয়স এখন ৫৯৷ মুম্বই বিস্ফোরণের অভিযোগ ছাড়াও, আল কায়েদা ও লস্কর ই তৈবা-কে আর্থিক সাহায্যের অভিযোগেও অভিযুক্ত ডন৷
বাংলা খবর/ খবর/দেশ/
দাউদ করাচিতে? 'কোনও সরকারকে জবাবদিহিতে বাধ্য নই,' সটান বললেন ডন ছোটা সাকিল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement