#করাচি: পাকিস্তান সরকার স্বীকার করলেও দাউদ ইব্রাহিমের ডান হাত বলে পরিচিত ছোটা সাকিল সরাসরি দাউদের করাচিতে থাকার খবর উড়িয়ে দিলেন৷ এখানেই শেষ নয়, আরও একধাপ এগিয়ে ডন ছোটা সাকিলের বক্তব্য, 'দাউদের ঠিকানা নিয়ে কোনও সরকারকে উত্তর দিতে বাধ্য নই৷'
CNN-News18 কে দেওয়া একটি এক্সক্লুসিভ ইন্টারভিউয়ে D-কোম্পানির উচ্চপদস্থ সদস্য ছোটা সাকিল বললেন, করাচির আপমার্কেট ক্লিফটন এলাকায় দাউদ ইব্রাহিম বসবাস করেন, এটা প্রমাণ করা ও দেখানোর দায়িত্ব মিডিয়ার৷ মিডিয়াই তো খবর করেছে৷ আমরা কোনও সরকারকে জবাবদিহি করতে বাধ্য নই৷ 'এটা আপনাদের দায়িত্ব, আমাদের নয়৷ যখন আমরা করাচিতে নেই, ওরা কী করে দাবি করে? সোশ্যাল মিডিয়া, সংবাদমাধ্যমের এই বাড়বাড়ন্তের সময়ে আপনি যা ইচ্ছে কল্পনা করতে পারেন৷ দাউদ ইব্রাহিমের বাড়ি সম্পর্কে যা যা আপনারা খবরে দেখিয়েছেন, তা আপনাদের দায়িত্ব৷ আমাদের নয়৷ আপনি যা ইচ্ছে দেখাতেই পারেন৷'
১৯৯৩ সালের মুম্বই ধারাবাহিক বিস্ফোরণের মাস্টার মাইন্ড দাউদ৷ ভারত একাধিকবার দাবি করেছে, ডন করাচিতেই রয়েছেন বহাল তবিয়তে৷ তাঁকে নিরাপত্তা দিচ্ছে পাকিস্তান সরকার৷ কিন্তু বারবারই তা অস্বীকার করেছে পাকিস্তান৷
অবশেষে গত রবিবার পাকিস্তান স্বীকার করে, করাচিতে সৌদি মসজিদের কাছে হোয়াইট হাউসটি হল দাউদ ইব্রাহিমের ঠিকানা৷ দাউদের আরও দুটি ঠিকানা হল, হাউস নম্বর ৩৭, ৩০ স্ট্রিটৃডিফেন্স, হাউজিং অথরিটি, করাচি ও করাচির নূরবাদে পার্বত্য এলাকায় প্রাসাদোপম বাংলো৷
দাউদের বয়স এখন ৫৯৷ মুম্বই বিস্ফোরণের অভিযোগ ছাড়াও, আল কায়েদা ও লস্কর ই তৈবা-কে আর্থিক সাহায্যের অভিযোগেও অভিযুক্ত ডন৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Dawood Ibrahim