হামলা-মৃত্যু, গা ছমছমে পরিস্থিতিতেও গণতান্ত্রিক উৎসবের আয়োজন
Last Updated:
#রায়পুর: আগামীকাল অনুষ্ঠিত হতে চলেছে প্রথম দফার বিধানসভা নির্বাচন। তার একদিন আগেই একের পর এক চরমপন্থী হামলায় উত্তপ্ত ছত্তীসগড়। আজ সকালেই সামরিক বাহিনীর সঙ্গে সংঘর্ষ বাধে মাওবাদীদের। গুলি বিনিময়ে মৃত্যু হয়েছে দুই মাওবাদীর । উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্রসস্ত্র ।
বিজাপুর ছাড়াও আজ কাঙ্কেরে আরও একটি আইইডি বিস্ফোরণ ঘটেছে।কোয়ালি বেডা অঞ্চলের গোম ও গাট্টাকাল গ্রামের মধ্যবর্তী অঞ্চলে একসঙ্গে পরপর ৬টি আইইডি বিস্ফোরণে মৃত্যু হয়েছে মহিন্দর সিং নামক এক জওয়ানের । ছত্তীসগড়ে বিধানসভা নির্বাচনের শেষমুহূর্তের প্রস্তুতি তুঙ্গে ।
Preparations underway ahead of the first phase of voting in #ChhattisgarhElections2018 tomorrow. Visuals from Rajnandangaon pic.twitter.com/eZywQTtPPA
— ANI (@ANI) November 11, 2018
advertisement
advertisement
আগামিকাল ৮ জেলার ১৮ টি কেন্দ্রে ভোটগ্রহণ । এর মধ্যে রাজনন্দগাও, বিজাপুর, বস্তর, লালগড় সহ বেশিরভাগই মাওবাদী উপদ্রুত এলাকা ও নির্বাচন কমিশন এগুলিকে সংবেদনশীল কেন্দ্র হিসেবে চিহ্নিত করেছে।নক্সাল দমন শাখার ডিআইজি পি সুন্দরাজ জানিয়েছেন টহলদারি চালিয়ে যাচ্ছেন আধা-সামরিক কর্মীরা। ৩০ নং জাতীয় সড়কে চলছে কড়া নজরদারী ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 11, 2018 1:03 PM IST