corona virus btn
corona virus btn
Loading

নতুন বছরে বাতিল হতে চলেছে এই ব্যাঙ্কেগুলির চেক বই

নতুন বছরে বাতিল হতে চলেছে এই ব্যাঙ্কেগুলির চেক বই
একটি উদ্বোধনী অনুষ্ঠানেও কেজরিওয়াল জানিয়েছেন শুধুমাত্র ভারত-পাক ম্যাচ বা সীমান্তে উত্তেজনার সময় নয়, প্রত্যেক ভারতীয় নাগরিকের উচিৎ একজন প্রকৃত দেশপ্রেমিক হওয়া । শিক্ষার্থীদের এই পাঠ্যক্রমের মাধ্যমে এই শিক্ষাই দেওয়া হবে যাতে কোনওরকম দুর্নীতি থেকেও তাঁরা দূরে থাকতে পারে ।

বছর শেষ হতেই বাতিল হতে চলেছে বেশ কয়েকটি ব্যাঙ্কের চেক বই ৷ সম্প্রতি স্টেট ব্যাঙ্কের তরফে একটি নির্দেশিকা জারি করে এমনটাই জানানো হয়েছে ৷

  • Share this:

#নয়াদিল্লি: নতুন বছরের জন্য তৈরি গোটা দেশ ৷ আর মাত্র কয়েকদিনের অপেক্ষা ৷ ফেস্টিভ মুডে গোটা দেশ ৷ উ‍ৎসবের আমেজে গা ভাসিয়েছেন দেশবাসী। বিভিন্ন টুরিস্ট ডেস্টিনেশন ও পিকনিক স্পটে উপচে পড়ছে ভিড়। কিন্তু তার মধ্যেই চিন্তার কারণ নিয়ে হাজির হয়েছে ব্যাঙ্ক ৷ বছর শেষ হতেই বাতিল হতে চলেছে বেশ কয়েকটি ব্যাঙ্কের চেক বই ৷ সম্প্রতি স্টেট ব্যাঙ্কের তরফে একটি নির্দেশিকা জারি করে এমনটাই জানানো হয়েছে ৷ ৩১ ডিসেম্বরের পর বেশ কয়েকটি ব্যাঙ্কের চেক বই আর ব্যবহার করা যাবে না ৷

এবছরই স্টেট ব্যাঙ্ক অফ বিকানের অ্যান্ড জয়পুর, স্টেট ব্যাঙ্ক অফ ত্রিবাঙ্কুর, স্টেট ব্যাঙ্ক অফ পাটিয়ালা, স্টেট ব্যাঙ্ক অফ মহিশূর এবং স্টেট ব্যাঙ্ক অফ হায়দরাবাদ ও ভারতীয় মহিলা ব্যাঙ্কের স্টেট ব্যাঙ্কের সঙ্গে এসবিআইয়ের সংযুক্তিকরণ ঘটেছিল ৷ তাই ৩১ ডিসেম্বরের পর থেকে এই ব্যাঙ্কের চেকবই আর বৈধ মানা হবে না ৷

এরপর নির্দিষ্ট ওই ব্যাঙ্কের গ্রাহকদের নতুন আইএফএসসি কোড যুক্ত চেক বই নেওয়ার কথা বলা হয়েছিল ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফে ৷ এর আগে প্রায় ১৩০০ টি ব্রাঞ্চের নাম ও IFSC code বদল করল এসবিআই ৷

নতুন চেকবইয়ের জন্য ওই সহযোগী ব্যাঙ্কগুলির গ্রাহককে স্টেট ব্যাঙ্কের নিকটবর্তী শাখা থেকে আবেদন করার কথা বলা হয়েছে ৷

First published: December 28, 2017, 10:46 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर